Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

ডান্স মঞ্চে বিক্রম-মধুমিতা

প্রতি সপ্তাহেই চমক। প্রত্যেকবারই নতুন কিছু। প্রতিযোগীরা তো আছেই। সঙ্গে আসর জমাতে হাজির জনপ্রিয় টলিউড তারকারা। ঠিক ধরেছেন, ডান্স ডান্স জুনিয়র ৩-এর মঞ্চের কথাই বলছি। এই সপ্তাহে ‘কেশরিয়া…’, অরিজিৎ সিংয়ের এই রোমান্টিক নাম্বারে মঞ্চ কাঁপাবেন দুই স্পেশাল গেস্ট, এই সময়ের চাহিতা তারকা বিক্রম ও মধুমিতা। এ ছাড়াও হাবড়ার খুদে ট্যালেন্ট কথাকলির পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত প্রশংসায় পঞ্চমুখ হবেন স্বয়ং সুপারস্টার দেব। আছে আরও নানা আকর্ষণীয় আয়োজন। এই সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কে যাবে শেষ আটে, তাই নিয়েও। চোখ রাখুন স্টার জলসার পর্দায় আগামিকাল ও রবিবার রাত ৯.৩০ মিনিটে।