ডিজিটাল আর্কাইভে স্বর্ণযুগের স্রষ্টা অভিজিৎ বন্দোপাধ্যায়
স্বর্ণযুগের প্রবাদপ্রতিম গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায়। সলিল চৌধুরীর ভাবশিষ্য, রবীন্দ্রদর্শন অনুরাগী এই অত্যন্ত গুণী মানুষটির অজস্র সৃষ্টি অনন্য কীর্তিস্বরূপ বাংলা সঙ্গীতজগতকে সমৃদ্ধ করে রেখেছে। একদিকে স্বর্ণযুগের কিংবদন্তি শিল্পীগণ। যাঁদের মধ্যে আছেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, লতা মঙ্গেশকর, কিশোরকুমার, সন্ধ্যা মুখোপাধ্যায়, আশা ভোঁসলে, দ্বিজেন মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, শৈলেন মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র, প্রতিমা বন্দোপাধ্যায়, ইলা বসু, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সুবীর সেন, সুমিত্রা সেন,
তরুণ বন্দোপাধ্যায়, নির্মলা মিশ্র, আরতি মুখোপাধ্যায়, মৃনাল চক্রবর্তী, গায়ত্রী বসু, ঊষা মঙ্গেশকর, পিন্টু ভট্টাচার্য, ভূপিন্দর সিং, অনুপ ঘোষাল প্রমুখ। এঁদের কণ্ঠের এক একটি কালজয়ী গান আজও ভোলেনি বাংলা গানের শ্রোতা। অন্যদিকে অমিত কুমার, হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর, মনোময়, শ্রীরাধা বন্দোপাধ্যায়,শ্রেয়া ঘোষাল প্রমুখ শিল্পীর সঙ্গে সাড়া জাগানো অসংখ্য কাজ। সত্যি কথা বলতে কী, এই অমর স্রষ্টার অবদান সম্পর্কে অল্প কথায় আলোচনা করাটা বেশ কঠিন।
আমাদের এখানে প্রাচীন ও মূল্যবান সৃষ্টির সংরক্ষণের বিষয়টি আজও বড়ই অবহেলিত। বহু অমূল্য সৃষ্টি এভাবেই হারিয়ে গেছে কালের সমুদ্রে। সুখের কথা, অভিজিৎ বন্দোপাধ্যায় সৃষ্ট অসাধারণ গানগুলি যাতে হারিয়ে না যায়, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন তাঁর সুযোগ্য পুত্র বিশিষ্ট সঙ্গীত পরিচালক অমিত ব্যানার্জি। বাবার সৃষ্টিসমূহকে এক আধারে রাখার উদ্দেশ্যে, তিনি ব্রতী হলেন এক নতুন প্রয়াসে–যার নাম ‘Abhijit Banerjee Music Composer’। গত ২১শে জুন, বিশ্বসঙ্গীত দিবসের শুভলগ্নে এই শিরোনামে এক ইউটিউব চ্যানেলের উদ্বোধন করলেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকজন কালজয়ী শিল্পীর একক কন্ঠের গান অন্তর্ভুক্ত করা হয়েছে এতে। এছাড়াও রয়েছে গণনাট্য সংঘের গান। বাংলা সঙ্গীতপ্রেমী মানুষের কাছে এই প্রয়াস যে একটি অত্যন্ত খুশির বার্তা বয়ে আনবে, তাতে কোনও সন্দেহ নেই।
প্রসঙ্গত, ইউটিউবে প্রথমবারের জন্য একজন সঙ্গীত পরিচালককে কেন্দ্রে রেখে এইধরনের মিউজিক আর্কাইভের চিন্তাভাবনা করা হয়েছে, যেখানে এক আধারে শ্রোতারা পাবেন অভিজিৎ বন্দোপাধ্যায় সৃষ্ট সমস্ত গান। এই প্রয়াসের মিডিয়া পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। গানে গানে এভাবেই সবার হৃদয় ও মননে বেঁচে থাকুন অভিজিৎ বন্দোপাধ্যায়–এমনটাই প্রত্যাশা অমিত ব্যানার্জির। এই প্রত্যাশা আমাদেরও। তার সঙ্গে অসংখ্য সাধুবাদ তাঁকে। এই প্রয়াস বাংলা আধুনিক ও বাংলা সিনেমার গানের কোনও গীতিকার-সুরকারের সৃষ্টির একটি সুসংহত ডিজিটাল আর্কাইভ তৈরির ক্ষেত্রে পথিকৃত রূপে বিবেচিত হবে। আগামী দিনে হয়তো আরও অনেকেই এগিয়ে আসবেন এমন কাজে।
নীচে রইল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-এর আর্কাইভ চ্যানেল-এর লিংক – https://www.youtube.com/channel/UCwjxQYroclBORjQ2IVTLexQ