ডিমান্ডে মেদবতী
আজকাল যে ক’টি সংবাদ মাধ্যম, সে যে প্ল্যাটফর্মই হোক, তাদের কভারেজে শ্রীলেখা মিত্র আসেন একেবারে গরম চেহারা ও মেজাজে ! আর সোশ্যাল মিডিয়ার কথা তো ছেড়েই দিলাম, সেখানে এই টলিউড কন্যার ভিডিও মানেই কথা ও কাজে গরম হাওয়া বইয়ে দেওয়া। শিক্ষা, মেধা, প্রতিভা ইত্যাদি এখন ব্যাকফুটে। আজকাল লাইমলাইটে আসতে গেলে নাকি ওই একটাই পথ! রীতিমতো ঘোষণা করে শ্রীলেখা বলছেন জিরো ফিগার নয়, এখন মেদবতীদেরই অধিক ডিমান্ড! অর্থাৎ, মালাইকা-শিল্পাদের নয়, এখন তাঁদের মতো মেদবতীদেরই খুল্লাম খুল্লা দেখতে চায় জনতা !!