ডেলিভারি বয় কপিল
কপিলের অভিনয় সবাইকে অবাক করে দেবে। এমনকী স্বয়ং কপিলকেও–বলেছেন পরিচালক নন্দিতা দাশ। নিঃসন্দেহে এটা কপিলের জন্য বিরাট সার্টিফিকেট। কপিল নন্দিতার ছবিতে একজন ফুড ডেলিভারি বয়ের চরিত্রে অভিনয় করছেন। খুব শিগগিরই শুটিং শুরু হতে চলেছে। কপিলের সিনেমায় অভিষেক ঘটে ‘কিস কিসকো পেয়ার করু’, যা খুব বেশি ছাপ রাখতে সক্ষম হয়নি। তবে তাঁর প্রতিভা নিয়ে কারও কোনও সন্দেহ কখনওই নেই। দীর্ঘদিন তিনি একটি সফল সিটকম চালাচ্ছেন, তাঁর নিজের নামে। নন্দিতা সেই প্রতিভার ঝলক দেখেই নিশ্চয়ই কপিলকে নির্বাচিত করেন। এখনও নাম না হওয়া ছবির জন্য কপিল বেশ কয়েকদিন নিজের শোয়ের শুটিং বন্ধ রাখতে চলেছেন, খবরে প্রকাশ। স্বাভাবিকভাবেই অত্যন্ত সিরিয়াস তিনি ছবিটির বিষয়ে। প্রসঙ্গত, কপিলের বিপরীতে আছেন সাহানা গোস্বামীর মতো শক্তিশালী অভিনেত্রী। সবার ওপরে পরিচালক নন্দিতার অধীনে কাজ। কপিলকে সিরিয়াস হতেই হবে। এই ছবি তাঁর সিনেমার ক্ষেত্রটিকে পোক্ত করবে, একথা এখনই বলে দেওয়া যায়।