তনুশ্রীর ‘পুতুল খেলা’
ছোটদের ছড়ার গান নিয়ে এবার শ্রোতার দরবারে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেল। অ্যালবামের নাম ‘পুতুল খেলা’। ক্ষুদে শিল্পী তনুশ্রী মণ্ডলের গাওয়া চারটি গান নিয়ে তৈরি হয়েছে এই জ্যুকবক্স। অ্যালবামে রয়েছে ‘পড়তে বসে সারা গায়ে’, ‘টয় ট্রেনে চেপে আজ’, ‘লাল হলুদের ফুলের’, ‘কত রকম পাখি আছে’-র মত চারটি মজার গান। গানগুলির রচয়িতা এবং মিউজিক কম্পোজার কৌশিক দে। সঙ্গীত আয়োজন করেছেন শুভাশিস দত্ত। তবলা, কিবোর্ড, অক্টোপ্যাড ও বাঁশি বাজিয়েছেন যথাক্রমে সনত সরকার, বাবান, বিশ্ব নস্কর এবং গৌতম চক্রবর্তী। গানগুলির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। নিজের গায়কী দিয়ে শ্রোতাদের মন জয় করেছে ছোট্ট তনুশ্রী। শ্রোতাদের একজনের কথায়, “যে গেয়েছে তাকে বাচ্চা বলবো না, ও আমার গুরু মা “। পাশাপাশি কৌশিক বাবুর কথা-সুরও সবার মন ছুঁয়েছে।