Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

” তিনে পা ” – মহুলের আন্তর্জালিক ফোক আখড়ার

শুরু হতে চলেছে আন্তর্জালিক ফোক আখড়া। সমগ্র অনুষ্ঠানটির মূল ভাবনা মহুল ব্যান্ডের। মহুলের পরিচালনায় আন্তর্জালিক ফোক আখড়া এই নিয়ে তিনবার অনুষ্ঠিত হবে। এর আগে আরোও দুইবার অনুষ্ঠিত হয়ে গেছে আন্তর্জালিক ফোক আখড়া অনুষ্ঠানটি । এই অনুষ্ঠানটির সূচনা হয়েছিল গত জুলাই মাসে । জুলাই মাসে তিনদিন ব্যাপী অনুষ্ঠানটি চলার পর আবার এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল আগস্ট মাসেই । আগস্ট মাসেও অনুষ্ঠানটি চলেছিল তিনদিন ধরে । আর এবার আবার অনুষ্ঠানটি শুরু হতে চলেছে আগামী ২১শে আগস্ট থেকে । প্রতিবারই এই অনুষ্ঠানটি তিনদিন ধরে অনুষ্ঠিত হয় । আগের দুইবারই সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগীতশিল্পী মন্দিরা । এবার ২১ তারিখ থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে ২৩ তারিখ পর্যন্ত । তিনদিন ব্যাপী এই ফোক আখড়া অনুষ্ঠানটি হবে অনলাইন এ এবং এটি দর্শকরা লাইভ দেখতে পাবেন অর্থাৎ এটি সরাসরি সম্প্রচারিত হবে । অতিমারী করোনার প্রকোপে এখন ভার্চুয়াল অনুষ্ঠানই একমাত্র ভরসা সমস্ত শিল্পীদেরই । তাই মহুলের ভাবনা বাস্তবায়িত হতে চলেছে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২১শে আগস্ট ভারতীয় সময় রাত ৮টা থেকে ।
এই অনুষ্ঠানে ভারত তথা বাংলাদেশের শিল্পীরাও অংশগ্রহণ করবেন । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকছেন তিনদিনে তিনজন শিল্পী । আর এই তিনদিনে শ্রোতা ও দর্শকবন্ধুরা ভিন্ন ভিন্ন শিল্পীর কণ্ঠে ভিন্ন ভিন্ন স্বাদের গান উপহার পাবেন । অনুষ্ঠানের প্রথম দিন সবাই শুনতে পাবেন বাংলাদেশের শিল্পী সাদিয়া ইসলাম ও রাই চ্যাটার্জির গান । আর এই ২১ তারিখে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন বিখ্যাত সঙ্গীতশিল্পী মহুল ব্যান্ডের সোনাই সেন । অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অর্থাৎ ২২শে আগস্ট আসর মাতিয়ে দিতে থাকছেন আসামের শিলচর থেকে সঙ্গীতশিল্পী সর্বানী ভট্টাচার্য ও আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সিলেট থেকে থাকছেন সঙ্গীতশিল্পী গৌতম চক্রবর্তী। আর এই দিন শিল্পীদের সঙ্গে ও দর্শকবন্ধুদের সঙ্গে কথা সংযোগ করতে থাকবেন মহুল ব্যান্ডের প্রাণপুরুষ খ্যাতনামা সঙ্গীতশিল্পী পার্থ ভৌমিক নিজেই । অনুষ্ঠানের শেষ দিনে অর্থাৎ ২৩ তারিখে এই আখড়ায় গান শোনাবেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী নম্রতা বর্মন সেতু ও প্রদীপ্তা সাবুই । আর সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করতে সঞ্চালিকার ভূমিকা পালন করবেন সঙ্গীতশিল্পী মন্দিরা । খুব শীঘ্রই মহুল ব্যান্ডের পরিচালনায় দর্শকবন্ধুরা এক মনোজ্ঞ সংগীতমুখর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার পেতে চলেছে ।