Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

তৃতীয় সিজনে ‘কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল’

সঙ্গীতের ভাষা, অভিব্যক্তি, প্রভাব ও প্রচলন সর্বজনীন। আর যদি পথের গানের কথা বলি, সে তো চিরন্তন এক ধারায় প্রবাহিত। গ্রামের পথ ধরে চলা বাউল থেকে মন্দিরের ঘণ্টাধ্বনি এবং মসজিদের আজান–পথের মানুষই শ্রোতা। আজকের শহুরে ব্যান্ড সংগীত–সেও তো বেশিরভাগ ক্ষেত্রে পথেরই অনুসারী। পথই এখানে মঞ্চ। এই অনুষঙ্গেই গত ২০২০ ও ২০২১ সালে কলকাতায় অনুষ্ঠিত হয়েছে ‘কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল’। এবারে এই উৎসবের তৃতীয় সিজন। ‘কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল’-এর মূল আয়োজক সুদীপ্ত চন্দ।

Img 20221220 Wa0018
তৃতীয় সিজনে 'কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল' 3

এ বছরের উৎসব অনুষ্ঠিত হচ্ছে ২৪ ডিসেম্বর অর্থাৎ আগামিকাল, স্পাইসেস এন্ড সসেস (ICCR আউটলেট)-এ। গ্রাম ও শহরের সঙ্গীতশিল্পী, যাঁরা পথে পারফর্ম করেন, তাঁরাই এই উদ্যোগের অংশ। একটি বিখ্যাত জুয়েলারি সংস্থা নিবেদন করেছে এই উৎসব। সুদীপ্ত চন্দ আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে রয়েছেন লন্ডনের এনআরআই সঙ্গীতশিল্পী সোমা দাস। আছে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমি ও ড্যাফোডিল ইনকর্পোরেট। মুখ্য উদ্যোক্তা সুদীপ্ত চন্দের কথায়, এই উৎসব সঙ্গীতের মাধ্যমে জীবনের উদযাপন। যাঁরা পথে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ।

উৎসবে থাকবেন পার্ক স্ট্রিটের বাঁশি বিক্রেতা মহম্মদ ইব্রান, তাঁর বন্ধুদের নিয়ে। থাকবেন ‘থার্ড স্টেজ’-এর পক্ষে শহরের দুই যুবক সৌরজ্যোতি-কৃষ্ণেন্দু, যাঁরা রাস্তায় বেহালা ও গিটার বাজান। জাতীয় পুরস্কার বিজয়ী পটচিত্র শিল্পী কল্পনা চিত্রকরের সাথে নূরউদ্দিন চিত্রকর শোনাবেন পটে দেবী দুর্গার গান। সুবল দাস বৈরাগ্য এবং তাঁর বহুরূপীর দল আসবেন দুর্গার পরিবার নিয়ে। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ছাত্রীরা পঞ্চকবির গান পরিবেশন করবেন। চন্দ্রিমা ভট্টাচার্য, অরিত্র সানি মুখার্জি, সুরিন্দম মুখার্জি যথাক্রমে লতা মঙ্গেশকর, বাপি লাহিড়ী, কেকে-র স্মৃতিতে গানে গানে বিশেষ শ্রদ্ধা নিবেদন করবেন। সেতারে গানের ধুন পরিবেশন করবেন শৌভিক মুখোপাধ্যায়। ঋত্বিক মাইতি শোনাবেন পাশ্চাত্যের গান। এছাড়াও থাকবেন আরও অনেক শিল্পী। থাকবে তাঁদের পরিবেশন।