থামেন না কঙ্গনা
কারণে-অকারণে কোনও বিষয় নিয়ে চর্চা বা চচ্চড়ি করা ইদানীং কঙ্গনা রানাওয়াতের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। একজন টার্গেট ঠিক করে নেন তিনি। তারপর তাঁকে উদ্দেশ্য করে শুরু হয়ে যায় কঙ্গনার বাক্য-ব্যাঙ্গ-বিলাস। সাধারণত, প্রচারে থাকাটাই থাকে এর আসল উদ্দেশ্য। তবে, এবারেরটা সম্ভবত জ্বালা থেকে। ইদানীং হৃতিক ব্যস্ত তার নতুন প্রেমিকা সাবাকে নিয়ে। দুজনকে যত্রতত্র দেখাও যাচ্ছে। সেই দেখেই বোধহয় আবার নতুন করে হৃতিককে টার্গেট করেছেন তিনি। একতা কাপুরের প্রযোজনায় রিয়্যালিটি শো ‘লকআপ’ শুরু হয়েছে সম্প্রতি। এই শো-কে ঘিরেই শুরু কঙ্গনার সঞ্চালনা কেরিয়ার। আর শোয়ের প্রথম পর্বেই হৃতিককে খোঁচা ! শোয়ের প্রতিযোগীদের সঙ্গে আলাপ চলছে। তখনই কঙ্গনা বলে ওঠেন, “লকআপ-এ আমাকে দেখার পর অনেকেই খুব ভয় পেয়েছেন বুঝতেই পারছি। ভাবছেন, এই বুঝি মুখোশ খুলে গেল সবার। অনেকেই মুখ বন্ধ রাখতে পাঁচ আঙুলসহ হাত জোড় করে অনুরোধ করছেন। জেনে রাখো, শুধু পাঁচ আঙুল নয়, অনুরোধ করেছেন ছ’আঙুলওয়ালা লোকও!” এটা শুনে হৃতিকের কী প্রতিক্রিয়া, তা অবশ্য জানা যায়নি। তিনি নিশ্চয়ই কঙ্গনার জ্বালা বুঝে হাসছেন। গোপনেই।