Monday, February 3, 2025
বলিউডলাইম-Light

থ্রিলারে এক ভিন্নমাত্রার চরিত্রে সারা

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। ওটিটি প্ল্যাটফর্মে আজই মুক্তি পাচ্ছে ‘গ্যাসলাইট’। লিখেছেন অজন্তা সিনহা

ইদানীং নতুন ছবি মুক্তির ক্ষেত্রে অনেকেই ওটিটি প্ল্যাটফর্ম বেছে নেওয়ায় দর্শকদের লাভই হয়েছে। এটা ঠিক, সিনেমাহলে গিয়ে ছবি দেখার মজাই আলাদা। তবু, ওটিটি প্ল্যাটফর্মকেও আমরা গুরুত্ব দিচ্ছি নানা কারণে। প্রধান কারণ নিঃসন্দেহে এর সহজলভ্যতা। মুঠোফোনে হাত ছোঁয়ালেই একটি নতুন ছবি ! খরচের ব্যাপারটাও ভাবুন। টিকিটের দাম, হলে যাতায়াতের খরচ, মাল্টিপ্লেক্স হলে গুচ্ছের পপকর্ন ইত্যাদি কেনার বায়নাক্কা–ওটিটি হলে সব খরচ বাদ। অন্যদিকে নিছক ওটিটি-র জন্য বানালে প্রোডাকশন খরচ কম। প্রযোজকদের পক্ষে সেটাও একটা বিবেচ্য বিষয়। এর বাইরে নতুন প্রতিভাবান পরিচালক, যাঁরা সহজে প্রযোজক পান না, তাঁদের জন্যও এখন এই প্ল্যাটফর্ম নিতান্তই বিকল্পহীন।

Images 1 1
থ্রিলারে এক ভিন্নমাত্রার চরিত্রে সারা 6

যে ছবিটি সম্পর্কে লিখতে গিয়ে এত ভূমিকা, সেই ‘গ্যাসলাইট’ আজই মুক্তি পাচ্ছে ডিজনি হটস্টার-এ। খবরে প্রকাশ, পরিচালক পবন কৃপালনি ‘গ্যাসলাইট’ নির্মাণ করেছেন মাত্র ৩৬ দিনের শুটিংয়ে। তার জন্য অবশ্য তিনি কৃতিত্ব দিয়েছেন ছবির অভিনেতাদের। তাঁর কথায়, তাঁরাই নাকি পরিচালকের কাজটি মসৃণভাবে করতে সাহায্য করেছেন। প্রসঙ্গত, ‘গ্যাসলাইট’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সারা আলি খান, বিক্রান্ত ম্যাসে ও চিত্রাঙ্গদা সিং। আছেন রাহুল দেব, অক্ষয় ওবেরয় প্রমুখ। ওটিটির জনপ্রিয় বিষয়ভিত্তিক ধারাবাহিকতা মেনেই এখানে এসেছে সাইকোলজিক্যাল থ্রিলারের মেজাজ। গ্যাসলাইটিংয়ের অর্থ হলো, কারোর জ্ঞান-বুদ্ধি-বিবেচনার ওপর আস্থাহীন হয়ে মনস্তাত্বিক ভাবে তাকে প্রভাবিত করা। এরকম অবস্থা আমাদের চারপাশে যে কোনও সময়, যে কোনও ক্ষেত্রেই ঘটতে পারে। এই ছবিতেও তেমনই কিছু ঘটতে দেখব আমরা।

Images 3 1 1
থ্রিলারে এক ভিন্নমাত্রার চরিত্রে সারা 7

রাজ পরিবারের সদস্য তরুণী মিশা (সারা আলি খান) তাদের এস্টেটে ফিরে আসে ১৫ বছর পর। সে খুঁজছে তার পরিবার-বিচ্ছিন্ন বাবাকে, যে কিনা আসলে হারিয়ে গেছে। সত্যিই কী হারিয়ে গেছে ? নাকি অন্য কিছু ? ছবির প্রেক্ষাপটে রয়েছে এক জটিল পরিবেশে ঘনিয়ে ওঠা খুনের রহস্য, যেখানে বিচরণরত এক তরুণী। আর আছে এক সৎমা, এক প্রেমিক, এক বাবা। পরিস্থিতির মাপেই আছে পুলিশ ও ডাক্তার। ছবিটি প্রযোজনা করেছেন রমেশ তৌরানি ও অক্ষয় পুরি। প্রযোজনা সংস্থা টিপস ইন্ডাস্ট্রিজ ও টুয়েলভথ স্ট্রিট এন্টারটেনমেন্ট। সিনেমাটোগ্রাফি রগুল ধরুম্যান। থ্রিলার নির্মাণে পরিচালক পবন কৃপালনি ইতিমধ্যেই হাত পাকিয়েছেন ২০১১-র ব্যতিক্রমী অর্থে সাড়া জাগানো ছবি ‘রাগিণী এমএমএস’, হরর কমেডি ‘ভূত পুলিশ’ এবং রাধিকা আপ্তের সাইকোথ্রিলার ‘ফোবিয়া’ নির্মাণের মধ্য দিয়ে। আলোচ্য ছবির গল্প ও চিত্রনাট্য তাঁরই। সঙ্গে আছেন নেহা শর্মা। ‘গ্যাসলাইট’ তাই প্রত্যাশা জাগিয়েছে অন্দরের দর্শকমহলে।

Images 2 1
থ্রিলারে এক ভিন্নমাত্রার চরিত্রে সারা 8

ছবিতে অভিনয় প্রসঙ্গে সারা জানিয়েছেন, মিশা চরিত্রটি মানসিক ও শারীরিক দুভাবেই চ্যালেঞ্জিং। চরিত্রটির মধ্যে নানান স্তর রয়েছে। তার ভাবনার জগতে অনেক সূক্ষ জটিলতা খেলা করে। এমন একটি চরিত্রে কাজ করে অত্যন্ত তৃপ্ত তিনি। সারার প্রত্যাশা দর্শক টানটান উত্তেজনা নিয়ে, শিরদাঁড়ায় হিমেল স্রোত বইয়ে দেওয়া এই থ্রিলার দেখবেন। শুধু জমাট রহস্য নয়, এস্টেটের পরিবেশ রচিত হয়েছে যে লোকেশনে, সেটিও নাকি খুবই দৃষ্টিনন্দন ! দর্শক তাতেও মুগ্ধ হবেন বলে, সারার বিশ্বাস।

থ্রিলারের টিজারেই আগ্রহ জাগিয়ে তোলেন পবন। আমরা দেখি, বিক্রান্ত সারাকে বলছেন, এমন একটি ছবির জন্য এই মিটিং, যেখানে তাঁর ধারণা, সারা নিতান্তই এক গ্ল্যামডলের ভূমিকায় থাকবেন ! সঙ্গে সঙ্গে সারা বিক্রান্তের ভুল ভেঙে জানান, এটি একটি মার্ডার মিস্ট্রি। এরপর সারা বিক্রান্তকে প্রশ্ন করেন, তিনি এখানে কী করছেন, ছোট শহর থেকে আগত কোনও নায়ক এক নন’ম্যাসে’ এন্টারটেনারের চরিত্র ? বিক্রান্ত জানান, তিনিও এক মার্ডার মিস্ট্রি-তে কাজ করার জন্যই এসেছেন। তাঁদের কথোপকথন চলাকালীন দুজনে যখন চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে আলাপিত হলেন, তখন জানা গেল, একই ছবির জন্য তাঁরা তিনজনই একত্রিত এখানে। আর সেটি একটি মার্ডার মিস্ট্রি। দর্শক তখন টিজারে দেখছেন তিনজনের যাত্রাপথে থেমে যাওয়া লিফট, তার মাঝখানে ঝুলন্ত এক পুরোনো তেলের ল্যাম্প। ওইটুকু আলো, বাকি অংশ অন্ধকার।

Images 10
থ্রিলারে এক ভিন্নমাত্রার চরিত্রে সারা 9

বোঝাই যাচ্ছে ছবির ক্ষেত্রে পরতে পরতে কত রহস্য জমবে ! আর গল্পের ধাপে ধাপে নাটক জমিয়ে তুলবেন সারা, বিক্রান্ত ও চিত্রাঙ্গদা। সারা ইতিমধ্যেই নানা ধরনের চরিত্রে সাফল্য দেখিয়েছেন বলিউডে। বিক্রান্ত ছোট ও বড় পর্দার অত্যন্ত প্রতিভাবান অভিনেতাদের একজন। আর চিত্রাঙ্গদা তো শুরু থেকেই ব্যতিক্রমী পর্যায়ের এক শক্তিশালী অভিনেত্রী। এ ছবিতে তাঁকে নাকি একবারে ভিন্ন এক অবতারে দেখবে দর্শক। চিত্রাঙ্গদার নিজের ভাষায়, নিজেকে নতুন করে আবিষ্কার করেছি ‘গ্যাসলাইট’-এ! সবমিলিয়ে প্রত্যাশা তুঙ্গে পবনের ‘গ্যাসলাইট’ ঘিরে।