Monday, February 3, 2025
৫ফোড়ন

দক্ষিণে জাহ্নবী

বলিউড তারকাদের দক্ষিণ অভিযান ইদানীং মিডিয়ার একান্ত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিক। একটা সময় বিষয়টা ঠিক এর উল্টো ছিল। দক্ষিণী তারকারা রাজত্ব করতেন বলিউডে। যাই হোক, সাম্প্রতিক নতুন ট্রেন্ডের নিরিখে সোনু সুদ, আলিয়া ভাটের পর এবার দক্ষিণগামী জাহ্নবী কাপুর। অনেকেই বলছেন এতে আর অবাক হওয়ার কী আছে ! মা শ্রীদেবীর সূত্রে জাহ্নবীর তো দক্ষিণ কানেকশন আছেই ! শ্রীদেবী আগে দক্ষিণী ছবির তারকা, পরে বলিউড। জাহ্নবী ঠিক বিপরীত পথে। সে হোক, তিনি নিজে এই মুহূর্তে তীব্র অপেক্ষায় তাঁর টলিউড (তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি) ডেবিউর জন্য। তার চেয়েও বেশি উদগ্রীব হয়ে আছেন কবে তিনি বাম্পার হিট ‘আরআরআর’ স্টার, জুনিয়র এনটিআর-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন, তার।