Tuesday, May 13, 2025
৫ফোড়ন

দড়ি ছিঁড়লেন রণবীর

‘ব্যান্ড বাজা বারাত’-এর মতো সুপার হিট ছবিতে ডেবিউ। ২০১০ সালে এই ছবির হাত ধরেই যশরাজ ফিল্মসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রণবীর সিং। তাঁর মতো একেবারে নামগোত্রহীন এক আউটসাইডারের পক্ষে যশরাজ ফিল্মসের ব্যানারে প্রথম কাজ পাওয়া ছিল হাতে চাঁদ পাওয়ারই সামিল। তবে, রণবীর যে এর যোগ্য ছিলেন, তা তিনি প্রমাণ করেছেন। এরপর এই প্রযোজক সংস্থার সঙ্গে তিনি কাজ করেন ‘লেডিস ভার্সেস রিকি বহেল’, ‘গুন্ডে’, ‘কিল বিল’ ছবিতে। এতগুলি বছর যাবৎ যশরাজ ট্যালেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন রণবীর। এ বছর সেই চুক্তির মেয়াদ ফুরোলো। এবার বাঁধন ছিন্ন করার পালা। শোনা যাচ্ছে নতুন পথের সূচনা করে ফেলেছেন ইন্ডাস্ট্রির বহু হিট ছবির এই নায়ক। এবার তিনি চুক্তিবদ্ধ হলেন কালেক্টিভ আর্টিস্টস নেটওয়ার্কের সঙ্গে। এই মুহূর্তে রণবীরের যা ইমেজ, তিনি নিজের জোরেই পথ করে নেবেন। পরিশ্রমী ও নিবেদিত প্রাণ এই তারকার কাজের অভাব হবে না।