‘দশরূপক’-এর রবীন্দ্রজয়ন্তী
বর্ধমানের ঐতিহ্যপূর্ণ টাউন হলে ১৬২তম সান্ধ্যকালীন রবীন্দ্র জন্মোৎসব পালনের আয়োজন করেছিল ‘দশরূপক’ (ভারত)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজাতন্ত্রী বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য জনাব মীর মুস্তাক আহমেদ রবি, বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সঙ্গীত গবেষক (চর্যাপদ বিষয়ক) জনাব শামসুল হুদা, পূর্ব বর্ধমান জেলাশাসক কাজল কুমার রায়। ‘দশরূপক’-এর সদস্যদের সমবেত সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের মাঙ্গলিক উদ্বোধন হয়। একে একে উপস্থিত গুণীজন তাঁদের সুচারু কথামালার মাধ্যমে গুরুদেবকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
কলকাতা, আসানসোল, বাংলাদেশ, বর্ধমানের বেশ কিছু শিল্পী কবিতা, গানে গুরুদেবকে শ্রদ্ধা জানান। সংগীত পরিবেশন করেন সোমনাথ কর্মকার, তবলিয়া ও সংগীতশিল্পী ডঃ জ্যোৎস্না মিত্র, শিপ্রা রায়, কৃষ্ণা বসু মিত্র, বিধুরা ধর, কণিকা চ্যাটার্জি প্রমুখ। তবলায় সঙ্গত করেন শ্রীমন্ত সরকার। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন তুষার চৌধুরী ও আমন্ত্রিকা গাঙ্গুলি। সমগ্র অনুষ্ঠান আয়োজনে ছিলেন ‘দশরূপক’-এর সম্পাদক ও আবৃত্তিশিল্পী অরবিন্দ ঘোষ।