Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

দিল্লিতে বাংলার শিল্পী একাদশ

বাংলার সীমানা ছাড়িয়ে এবার দেশের রাজধানীতে শিল্প ও ভাস্কর্যের প্রদর্শনী। ১১ জনশিল্পীর ছবি ও ভাস্কর্য নিয়ে অভিনব এই প্রদর্শনী শুরু হবে আগামিকাল, চলবে ৪ নভেম্বর পর্যন্ত, সকাল ১১ টা থেকে সন্ধে ৭টা। ললিত কলা অ্যাকাডেমিতে (‌রবীন্দ্র ভবন, ৪ নম্বর গ্যালারি)‌ আয়োজিত এই প্রদর্শনীর আয়োজক চিত্রী ও ভাস্কর গোষ্ঠী।

প্রধান অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট চিত্রশিল্পী‌ নীরেন সেনগুপ্ত। সম্মানীয় অতিথি‌ বিশিষ্ট শিল্পী বিজেন্দ্র শর্মা। ৯ জন চিত্রশিল্পী ও ২ জন ভাস্করের শিল্পনির্মাণ ঠাঁই পাচ্ছে এই গ্যালারিতে। সেই শিল্পীরা হলেন অর্জুন মুখোপাধ্যায়, অশোক কুমার বিশ্বাস, অভিনন্দন বড়ুয়া, কল্যাণ চৌধুরি, পৃথ্বীশ সেন, পুলক কর্মকার, রত্না বোস, রীতা রায়, রূপক গোস্বামী, দিলীপ পাল ও জিতেন রায়।

নানা মহলে প্রশংসিত ও সমাদৃত এইসব ছবি ও ভাস্কর্যের সম্ভার এবার একই সামিয়ানার নিচে। স্বভাবতই দিল্লির শিল্পরসিক মহল টানটান আগ্রহ ও উৎসাহ নিয়ে প্রদর্শনী শুরুর অপেক্ষায়।