Monday, February 3, 2025
৫ফোড়ন

দীপিকার সুইচ অন-অফ

বরাবরই কেরিয়ারের ক্ষেত্রে দুর্দান্ত ব্যালেন্স করে চলেন পাড়ুকোন কন্যা। তিনি যেমন সুন্দরী ও গ্ল্যামারাস, তেমনই বুদ্ধিমতী ও হিসেবি। আবেগের স্রোতে ভেসে গেলেও, সময় মতো নোঙ্গর ফেলতে জানেন। রণবীর কাপুরের বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়েও থেমে থাকেননি। রণভীর সিংয়ের ঐকান্তিক প্রেমে সাড়া দিয়ে, তাঁর ঘরণী হয়ে সুন্দর জীবন কাটাচ্ছেন। তাঁদের সফল দাম্পত্যের ম্যাজিক কী ? জেনে রাখুন এখানেও দীপিকার কাজ আর ঘরেলু যাপনের মধ্যে ব্যালান্স করে চলাটাই ম্যাজিকের কাজ করেছে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘গেহরাইয়াঁ’ ছবিতে খুবই ইনটেন্স এক্টিং করতে হয়েছে দীপিকাকে। সেখানে অভিনয়ের পরও চরিত্রের রেশ থেকে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু, দীপিকা সেটা অতিক্রম করতে সক্ষম হয়েছেন। ঘরে ফিরেছেন পুরোপুরি চরিত্রের প্রভাবমুক্ত হয়ে। তাঁর কথায়, “বাড়িতে ফিরে অন্য মানুষ আমি। রান্নাবান্না, লন্ড্রি পর্ব, অনলাইনে প্রয়োজনীয় জিনিস অর্ডার করা, এসব নিয়মমতোই করেছি। এতটাই স্বাভাবিকভাবে করেছি যে, পরে ‘গেহরাইয়াঁ’-তে আমার অভিনয় দেখে তো তাজ্জব রণভীর ! ওকে বললাম, আমার ওই সুইচ অন-সুইচ অফ প্রক্রিয়ার কথা।” বলা বাহুল্য, ঘরে-বাইরে যে যত সুষ্ঠুভাবে এই প্রক্রিয়া প্রয়োগ করতে পারেন, তিনি তত শান্তিতে বাঁচেন। দীপিকা তাঁর টাইট শিডিউলে প্রমান করেছেন এই তত্ত্ব।