Monday, February 3, 2025
৫ফোড়ন

দৃশ্যম ২ ও অজয়-টাবু রসায়ন

তাঁদের কলেজ জীবনের বন্ধুত্ব প্রেমের অর্ধেক পথ চলার পর অসম্পূর্ণ থেকে গেছে, এমন একটা রটনা বি টাউনের বাতাসে ভাসমান বরাবর। অনেকেই বলেন, অজয় দেবগনের প্রতি টাবুর প্রেম একতরফাই ছিল। সেইজন্যই বিষয়টা দানা বাঁধতে পারেনি। তবে, বন্ধুত্ব আজও অটুট। পর্দার বাইরে যাই থাক, চিত্রনাট্যের অনুষঙ্গে ওঁদের জুটি হিট, সে প্রেমিক যুগল হোক বা চোর-পুলিশ। ঠিক চোর না হলেও, জটিল পারিবারিক ও সামাজিক পরিস্থিতিতে উদ্ভূত এক অপরাধে জড়িয়ে পড়া এক ব্যক্তি এবং পুলিশের উচ্চ পদে আসীন এক মহিলার টক্কর–দৃশ্যম ১ এর পর দৃশ্যম ২ অজয়-টাবুর অন স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে আর একবার বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। সিকোয়েলে এসে দৃশ্যম রহস্য আরও জমজমাট। তার কৃতিত্বের অনেকটাই পাবে অজয়-টাবু জুটির অবদান, স্বীকার করতেই হবে।