নতুন চেহারায় ‘ননস্টপ আড্ডা’ আসছে ‘সাহিত্য ও সিনেমা’
আজ এবং আগামী ২৭ ও ৩০ ডিসেম্বর আমাদের দুটি ইউটিউব চ্যানেলে থাকছে বিশেষ শীত উৎসব সেলিব্রেশন। আজ ‘ননস্টপ বিনোদন’ চ্যানেলে সন্ধ্যা ৭টায় দেখবেন ‘শীত উৎসব শুরু’। আগামী ২৭শে ডিসেম্বর মঙ্গলবার ‘আমার আমি’ চ্যানেলে সন্ধ্যা ৭টায় থাকবে ‘পৌষের কানাকানি, মাঘে শ্রীপঞ্চমী’। ৩০শে ডিসেম্বর, শুক্রবার ‘ননস্টপ বিনোদন’ চ্যানেলে সন্ধ্যা ৭টায় আপনারা শুনবেন ‘প্রেমে-অপ্রেমে শীত উৎসব’–হিয়া আর ঋষির গল্প। কথায়-গানে সাজানো এই তিনটি অনুষ্ঠানের রচনা ও সংকলন অজন্তা সিনহা। ভাষ্যপাঠ অপরাজিতা মজুমদার। আপনারা ‘ননস্টপ বিনোদন’ চ্যানেলে
প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় দেখেন লাইভ অনলাইন অনুষ্ঠান ননস্টপ আড্ডা। উপস্থিত থাকেন চিত্রশিল্প, নাটক, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, রান্না,পর্যটন, ফ্যাশন ও আরও নানা ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই। নতুন বছরে নতুন মোড়কে নতুন বিনোদনের পসরা নিয়ে হাজির ‘আমার আমি’ ইউটিউব চ্যানেল। আগামী ৩ জানুয়ারি ২০২৩ থেকে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় থাকছে ‘সাহিত্য ও সিনেমা’ শিরোনামে নতুন লাইভ অনলাইন শো। সাহিত্যের সঙ্গে সিনেমার নিবিড় সম্পর্ক যুগ যুগ ধরে। এই শোয়ে সেই সম্পর্কই অনুরণিত হবে। এছাড়াও সাহিত্য ও সিনেমা নিয়ে থাকবে পৃথক আলোচনা। আড্ডা ও আলোচনায় থাকবেন বিশিষ্ট অতিথিবৃন্দ। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।