Monday, February 3, 2025
সম্পাদকীয়

নতুন পথ চলা…

Image

শুরু হল বিনোদন প্লাস এর নতুন পথ চলা। বিনোদন প্লাস এর সমস্ত পাঠক কে অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে, বিনোদন প্লাস এর নতুন ক্রিয়েটিভ হেড এবং সম্পাদকের ভূমিকা গ্রহণ করতে চলেছেন বিশিষ্ট সাংবাদিক শ্রীমতি অজন্তা সিনহা।

দীর্ঘদিন সংবাদ প্রতিদিন এর সিনিয়ার জারনালিস্ট পদে সাফল্যের সাথে কাজ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা পোর্টালে লেখালেখি করেছেন, উত্তরবঙ্গ সংবাদে নিয়মিত লেখেন। এছাড়া CTVN ও সৃষ্টি টেলিভিশন চ্যানেল এর সঞ্চালিকা হিসেবেও কাজ করেন তিনি। কলকাতা দূরদর্শনের কিছু অনুষ্ঠানের বিশেষ স্ক্রিনিং কমিটির সদস্য পদেও নিযুক্ত ছিলেন শ্রীমতি সিনহা। জাতীয় স্তরে সাংবাদিকতা, বহু বিখ্যাত ব্যক্তিত্বের সাক্ষাৎকার নেওয়ার, এবং সাংবাদিকতা জীবনের নানান রোমাঞ্চকর ও অমূল্য অভিজ্ঞতার অধিকারিণী তিনি।

দীর্ঘ ২৫ বছরেরও বেশি দুর্লভ সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে, বিনোদন প্লাস টিমের সাথে যুক্ত হতে চলেছেন শ্রীমতি অজন্তা সিনহা। সম্পাদিকার অমূল্য অভিজ্ঞতার ভান্ডারে সমৃদ্ধ হতে চলেছে বিনোদন প্লাস এবং বিনোদন প্লাস এর সমস্ত পাঠক মহল। আগামী দিনে পাঠক মহলের রুচিসম্মত পাঠের খিদে মেটাতে এবং বিনোদন জগতের এক অনবদ্য পীঠস্থান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বিনোদন প্লাস।