Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

নতুন বছরে জমজমাট আড্ডা

আপনারা ‘ননস্টপ বিনোদন’ চ্যানেলে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় দেখেন লাইভ অনলাইন অনুষ্ঠান ‘ননস্টপ আড্ডা’। উপস্থিত থাকেন চিত্রশিল্প, নাটক, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, রান্না,পর্যটন, ফ্যাশন ও আরও নানা ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই। আজ সন্ধ্যায় এই অনুষ্ঠানে থাকবেন আবৃত্তিশিল্পী ও ভয়েস-ওভার আর্টিস্ট সঞ্চিতা সাহা এবং গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী সাত্যকি রায়। আগামী ১৩ জানুয়ারি আড্ডার অতিথি তিন সাংবাদিক রিংকি দাস ভট্টাচার্য, কুশলী নাগ মুখার্জি ও মনিদীপা কর। সাংবাদিকতার মতো একটি ব্যস্ত পেশায় থেকে কী যথাযথভাবে সন্তান পালন সম্ভব ? কতখানি টানাপোড়েন চলে মাতৃত্ব আর পেশাগত দায়িত্ব পালনের মধ্যে ? কেমন করেই বা সেসব সামলান ওঁরা ? শুনবো ওঁদেরই মুখে। অনুষ্ঠানের শিরোনাম  ‘সাংবাদিক মা’!