ননস্টপ আড্ডায় একা বর্ণালী ও বৈশাখ উদযাপন
আজ সন্ধ্যায় আড্ডার অতিথি বাচিকশিল্পী বর্ণালী সরকার। শুনব তাঁর আবৃত্তি। সঙ্গে বর্ণালীর শিল্পী-জীবনের নানা কথা। প্রসঙ্গত, তিনি একজন একনিষ্ঠ সাংস্কৃতিক সংগঠকও বটে। সেইসব কাজের কথাও উঠে আসবে আড্ডায়। আগামী ২৮শে এপ্রিল সন্ধ্যায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবৃত্তিকার, নৃত্যশিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক রীতা দত্ত এবং কবি ও লেখক, সঙ্গীত ও বাচিকশিল্পী কবিতা বিশ্বাস। অনুষ্ঠানের শিরোনাম ‘হে বৈশাখ’। দর্শক বন্ধুদের জানাই, প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না,পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।