ননস্টপ আড্ডায় শরতের আগমন
আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য চোখে না পড়লেও, তার আসার ইঙ্গিত মিলেছে। সোনা রোদ মাঝে মাঝেই পাঠাচ্ছে ছুটির আমন্ত্রণ। সারা বছর যেমন তেমন, এই সময়টা বাঙালি উৎসবের ছাঁচে নিজেকে ঢেলে নেয়। আজ গানে গানে তারই উল্লাস উদযাপন–সঙ্গে জমাটি আড্ডা। ননস্টপ আড্ডায় ‘শরৎ এলো’, আজ সন্ধ্যা ৭টায়। আসর মাতাতে হাজির দুই সঙ্গীতশিল্পী রূপকথা মৌমিতা ও অর্কপ্রিয়া চ্যাটার্জি। অতি সম্প্রতি পালিত হলো ৭৬তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ থেকে আমরা স্বাধীন দেশের নাগরিক। দেশ তো স্বাধীন হয়েছে। কিন্তু এদেশের নারী–যে কিনা অর্ধেক আকাশ ! তার মন কী পেয়েছে মুক্ত চিন্তার অধিকার? কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম তাঁরা ? নারীর অন্তরের আবেগ ও অভিমান কতখানি গুরুত্ব পায় সমাজের কাছে ? ‘স্বাধীনতা ও নারীমন’ ছিল এইসব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়েই, গত ১২ই আগস্ট সন্ধ্যায়, ননস্টপ আড্ডায়। উপস্থিত ছিলেন বাচিকশিল্পী শম্পা বটব্যাল ও রঞ্জনা সেনগুপ্ত এবং সঙ্গীতশিল্পী অর্পিতা কর মণ্ডল। আপনারা ননস্টপ আড্ডা দেখছেন প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়। এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাংস্কৃতিক ও বিনোদন জগতের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি তো আছেই। বাংলার বাচিকশিল্পকে গর্বিত করেছেন যিনি, আবৃত্তি ও শ্রুতিনাটক চর্চায় নিবেদিত প্রাণ সুমন্ত্র সেনগুপ্ত থাকবেন আগামী ২৬শে আগস্ট।