ননস্টপ আড্ডায় শরতের আগমন
বাংলা আবৃত্তিশিল্পের পটভূমিকে এক উজ্জ্বল রঙে রাঙিয়ে তুলেছেন তিনি। আবৃত্তিশিল্পী সুমন্ত্র সেনগুপ্ত এবং তাঁর প্রতিষ্ঠিত শঙ্খমালার সদস্যবৃন্দ পরিবেশনে, প্রযোজনায় বারবার সমৃদ্ধ করেছেন আমাদের। আজ সন্ধ্যায় সেইসব অনুপম কথা উঠে আসবে আড্ডায়। দেখুন সন্ধ্যা ৭টায়।
মর্তে মা দুর্গার আগমন অসুরবধের লক্ষ্যে। পৌরাণিক এই কাহিনি আমাদের রক্তে-মজ্জায়। সেই অমল শৈশবে ঘুম ভাঙা সকালে রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনা থেকে যার অনুভব শুরু। কল্পনার দেবীরূপ, তার উদ্ভাস আমাদের মননে। আর বোধ ও চেতনায়, প্রতিদিনের যাপনে যে নারী, সে দেবী নয়, মানবী। তবে প্রত্যেক নারীই তার ‘মানব’ মনে এক দেবীকে ধারণ করে। আগামী ২ সেপ্টেম্বর তেমনই কয়েকজন নারীর সঙ্গে আড্ডা। উপস্থিত থাকবেন নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষক সমাপ্তি দাস, সঙ্গীতশিল্পী অপর্ণা দে, বাচিকশিল্পী স্বাতী কর, শিক্ষক ও ইউটিউবার সোনিয়া দত্ত।
আপনারা ননস্টপ আড্ডা দেখছেন প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়। এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাংস্কৃতিক ও বিনোদন জগতের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি তো আছেই।