ননস্টপ আড্ডায় সলিল স্মরণ
গত ১৯শে নভেম্বর ছিল ভারতীয় সংগীতের কিংবদন্তি স্রষ্টা সলিল চৌধুরীর জন্মদিন। ভারতীয় সংগীতে তাঁর অবদান নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। আজ ননস্টপ আড্ডায় কথায়-গানে সলিল চৌধুরী স্মরণ। অতিথি রূপে আমাদের অনলাইন আড্ডায় আসবেন বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী দেবমাল্য চট্টোপাধ্যায়।

গত শুক্রবার এই আড্ডায় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী বাসবদত্তা চৌধুরী। কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, প্রবাদপ্রতিম সুরকার নচিকেতা ঘোষ ও প্রতিভাবান গীতিকার সুরকার ও শিল্পী কবীর সুমনের গান ছিল বাসবদত্তার নিবেদনে। মন ভালো করা এই গান-আড্ডার আসর ছিল দারুণ প্রাপ্তি। আগামী ১লা ডিসেম্বর ননস্টপ আড্ডায় থাকছেন সংগীতশিল্পী স্বাতী পাল। নানা ধরনের গানে স্বচ্ছন্দ তিনি। কথায়-গানে স্বাতীর সঙ্গে জমবে এই সন্ধ্যার গান-আড্ডা। চোখ রাখুন ননস্টপ বিনোদন চ্যানেলে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়।