Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

ননস্টপ আড্ডা-য় কৃষ্ণকলি

আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডার অতিথি ডঃ কৃষ্ণকলি বসু নিয়োগী। তিনি মেটিয়াবুরুজ কলেজের অধ্যক্ষ এবং একজন বাচিকশিল্পী। তাঁর কাছে শুনব পেশার জগতের নানা কথা এবং আবৃত্তি। গত সপ্তাহে ছিল বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে আলোচনা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যবিদ ও লেখক ডঃ ময়ূরী মিত্র। ময়ূরী এই শিশুদের শিক্ষকতার সঙ্গে অঙ্গাঙ্গী জড়িয়ে আছেন। আলোচনায় উঠে আসে এই শিশুদের সঙ্গে তাঁর মরমি সংযোগের বিষয়টি।

ননস্টপ আড্ডার বিশেষ নিবেদন ‘চেতনায় নজরুল’ অনুষ্ঠানটি থাকছে আগামী ৩০ জুন সন্ধ্যায়। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।