Monday, May 12, 2025
কৃষ্টি-Culture

নন্দিতার কণ্ঠে রবীন্দ্রগান

স্টুডিও গান-বাজনা গ্যারেজে হয়ে গেল নতুন গানের রেকর্ডিং। গাইলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নন্দিতা। রেকর্ড করলেন বহুশ্রুত রবীন্দ্রসংগীত ‘ভেঙে মোর ঘরের চাবি’। বিশিষ্ট সঙ্গীত পরিচালক অমিত ব্যানার্জির পরিচালনা, সঙ্গীতায়োজন এবং শিল্পীর দক্ষ গায়কী ও যথাযথ অভিব্যক্তিতে অল্প সময়েই গানটি সকলের মনে জায়গা করে নিয়েছে। কমেন্ট বক্সে উচ্ছ্বসিত প্রশংসার ঝড়। গত ৯ ই মে রবিবার রবীন্দ্রনাথের জন্মদিনেই গানটি মুক্তি পেয়েছে। ভিডিও নির্মাণ ও এডিটিং করেছেন তমোজিৎ সেনগুপ্ত। নন্দিতা এক্সক্লুসিভের উপস্থাপনায় গানটি সম্পন্ন হয়েছে। যার ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। চলতি মাসে ওটিটির সহযোগিতায় রবীন্দ্রসঙ্গীতসহ একাধিক আধুনিক গানও মুক্তি পেয়েছে। একের পর এক অপূর্ব সৃষ্টি এবং অসামান্য উপস্থাপনায় শ্রোতা-দর্শকও যে অত্যন্ত আনন্দিত, কমেন্ট বক্স তার সাক্ষ্য বহন করছে।

নীচে রইল গানটির লিংক।