নবপত্রিকায় দেবীবরণ
আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। পুজোর হাওয়া অন্দরের পর্দায়। আগামী ১৪ অক্টোবর জি বাংলায় দেখুন বর্ণময় দুর্গার আবাহন পর্ব। লিখেছেন শ্যামলী বন্দোপাধ্যায়।
দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব। সারা বছর ধরে আপামর বাঙালি অপেক্ষা করে এই উৎসবের জন্য, যার শুরু মহালয়া থেকেই। ভোরবেলা রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শোনার পর থেকেই আবালবৃদ্ধবনিতার মনের মধ্যে বইতে শুরু করে খুশির হাওয়া। তারপর সেই খুশিকে আরও বাড়িয়ে দিতে বিভিন্ন চ্যানেলে শুরু হয়ে যায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান। প্রথমে এই অনুষ্ঠান শুধু দূরদর্শনেই দেখান হতো। এখন বেসরকারি চ্যানেলগুলিতেও ওইদিন প্রভাতী অনুষ্ঠানের আয়োজন থাকে।
মহালয়ার আগে থেকেই তাই কোন চ্যানেলে কী অনুষ্ঠান হবে, কারা কোন ভূমিকায় থাকবেন, তা নিয়ে দর্শকের কৌতুহল থাকেই। এই প্রসঙ্গেই জানাই, জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের খবর। আগামী ১৪ই অক্টোবর ভোর ৫টায় দেখানো হবে মহালয়ার বিশেষ অনুষ্ঠান, শিরোনাম ‘নবপত্রিকায় দেবীবরণ’। নবপত্রিকা বলতে আমরা ন’রকম পাতা বুঝি। দেবীর নয়টি রূপ যে ওই পাতার মধ্যেও বিরাজমান, তাই দেখান হবে এখানে। পুরো বিষয়টি বর্ননা করবেন দেবী পার্বতী এবং মহাদেব।
‘নবপত্রিকায় দেবীবরণ’-এর বিভিন্ন ভূমিকায় থাকছেন, জি বাংলার বিভিন্ন ধারাবাহিকে দেখা আমার-আপনার প্রিয় চরিত্ররাই, অর্থাৎ তাদের ভূমিকাভিনেত্রীরা। প্রতি বছর এটা নিয়েও বেশ একটা আগ্রহ ও উত্তেজনা থাকে দর্শক মহলে। এবার জেনে নিন কাকে কী রূপে দেখবেন ! পার্বতীর ভূমিকায় থাকছেন ‘রানি রাসমনি’ ধারাবাহিকের রানিমা অর্থাৎ দিতিপ্রিয়া রায়। শিব-রূপে দেখা যাবে, ‘ফুলকি’র অভিষেক বসুকে। মহিষাসুরমর্দিনীর ভূমিকায় পর্দায় আসছেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের অঙ্কিতা মল্লিক।
এবার নবপত্রিকার নয় দেবী রূপ ! উমা রূপে থাকছেন ‘গৌরী এল’ ধারাবাহিকের ঋষিতা নন্দী। দেবী ব্রহ্মাণী হয়েছেন ওই একই ধারাবাহিকের ‘গৌরী’ অর্থাৎ মোহনা মাইতি। দেবী কালিকা রূপে থাকছেন ‘রাঙা বউ’-এর শ্রুতি দাস। চামুণ্ডা সেজেছেন ‘মুকুট’-এর শ্রাবণী ভুঁইয়া। দেবী কার্তিকী হয়েছেন ‘নিম ফুলের মধু’র পল্লবী শর্মা। দেবী মাহেশ্বরীর ভূমিকায় শ্বেতা ভট্টাচার্য। দেবী লক্ষ্মী হয়েছেন ‘ফুলকি’ ধারাবাহিকের দিব্যাণী মন্ডল। ‘খেলনাবাড়ি’র মিতুল ওরফে আরাত্রিকা মাইতিকে দেখা যাবে রক্তদন্তিকা রূপে। শোকরহিতা হয়েছেন ‘কার কাছে কই মনের কথা’র মানালি দে। বর্ণে-বৈভবে জমজমাট মহালয়ার এই অনুষ্ঠান যে যথেষ্ট সাড়া ফেলে দেবে মহালয়ার পুণ্য প্রভাতে, তাতে কোনও সন্দেহ নেই।