নববর্ষের ঢেউ মেগার অন্দরে
নববর্ষ উদযাপনে মেতে উঠল তারকারা। স্টার জলসার পর্দায় এই উপলক্ষে এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা সংস্কৃতির চিরন্তন রীতি মেনে পালিত হল এই পুণ্যলগ্ন। লাবণ্য সেনগুপ্তকে সম্মানিত করা হল, বিজনেস উওমেন হিসেবে তার অসাধারন সাফল্যের জন্য। এছাড়াও ছিল সোনা-রুপা ছাড়া সেনগুপ্ত পরিবারের বাকি সদস্যদের জমজমাট পারফরম্যান্স। এইদিনই ছিল দীপারও জন্মদিন। ফলে, তাই নিয়েও ছিল অনুষ্ঠান।
সূর্য দীপাকে জন্মদিনের উপহার হিসেবে কী দিল, সেটা দেখার জন্য আপনাকে দেখতেই হবে ‘অনুরাগের ছোঁয়া পয়লা বৈশাখ স্পেশাল’ পর্ব, আজ রাত ০৯.৩০ মিনিটে।