Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

নব নালন্দা রত্ন এওয়ার্ড

প্রায় দু’দশকেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে কলকাতার প্রখ্যাত উচ্চমাধ্যমিক বিদ্যালয় নব নালন্দা ‘নালন্দা রত্ন এওয়ার্ড’ প্রদান করে চলেছে। গত ২৯শে জুলাই উত্তম মঞ্চে দেওয়া হলো এ বছরের পুরস্কার। শিক্ষা, সঙ্গীত ও ক্রীড়া জগতের বিশেষ কৃতিত্বের অধিকারীদের স্বীকৃতি-স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। মূলত, অ্যাকাডেমিক ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১ থেকে ১০-এর মধ্যে স্থান পাওয়া ছাত্রছাত্রীরা ‘নালন্দা রত্ন’ পুরস্কার পেয়ে থাকে। ২০২৩ সালে এই পুরস্কারে সম্মানিত হলো উচ্চমাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকারী ঋষিতা সিনহা মহাপাত্র এবং নবম স্থানাধিকারী অর্ক দাস।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে আর্য মিত্র স্কলারশিপ, ভারতী মিত্র মেমোরিয়াল স্কলারশিপ, দীপ্তজিৎ মুখার্জি স্কলারশিপ সহ অনান্য সম্মান প্রদান করা হয়। প্রসঙ্গত, আজ থেকে ২৪ বছর আগে, ১৯৯৯ সালে প্রথম এই পুরস্কারে সন্মানিত হয়েছিলেন টেবিল টেনিস খেলোয়াড় অলিম্পিয়ান পৌলমী ঘটক, যিনি নিজেও নব নালন্দার একজন কৃতী ছাত্রী। এই স্কুলেরই কৃতী ছাত্র সঙ্গীতশিল্পী অনীক ধরও এই পুরস্কারে সন্মানিত হয়েছেন। এ বছর থেকে ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে আর একটি  নতুন পুরস্কার–’উমা বসু মজুমদার স্কলারশিপ এওয়ার্ড’। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ১১ থেকে  ২০-র মধ্যে স্থান পাওয়া ছাত্রছাত্রীরা পেল এই বিশেষ সন্মান। 

এ প্রসঙ্গে নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র জানান,”সাত লক্ষের বেশি পরীক্ষার্থীর মধ্যে সবার পক্ষে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে দশম স্থানের মধ্যে থাকা সম্ভব হয় না। কিন্তু দেখা যায়, অনেকেই হয়তো অল্প নম্বরের ব্যবধানে ১ থেকে ১০-এর বাইরে চলে যাচ্ছে। তাই এবার থেকে ১১ থেকে ২০-র মধ্যে স্থান পাওয়া ছাত্রছাত্রীদের কৃতিত্বের স্বীকৃতি-স্বরূপ নতুন পুরস্কার চালু করা হলো। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক মিলে এবারে এই পুরস্কার পেল প্রায় ১০/১২ জন।” সব মিলিয়ে উত্তম মঞ্চে প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে এদিন পুরস্কৃত করল নব নালন্দা কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অধ্যক্ষ তথা বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তাপস মুখার্জি, শিক্ষা দফতরের অধিকর্তা সঞ্জয় চট্টোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাঙ্গীতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন  সারেগামা খ্যাত গৌরব সরকার, শোভন গাঙ্গুলি, ময়ুরী সাহার মতো তরুণ প্রজন্মের বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা।                   অজন্তা চৌধুরী