নব পথিকেরই গানে
ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে গত ৫ জানুয়ারি প্রকাশিত হলো ‘নব পথিকেরই গানে’ শিরোনামে অ্যালবাম। দুটি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতের সমাহারে তৈরি স্বল্পদৈর্ঘ্যের অ্যালবামটি–’দিয়ে গেনু বসন্তের এই গানখানি’ এবং ‘মধুর তোমার শেষ যে না পাই’। গানদুটি গেয়েছেন সঙ্গীতশিল্পী অপরাজিতা মজুমদার। গানগুলির মিউজিক ডিজাইন ও প্রোগ্রামিং করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও আয়োজক অমিত ব্যানার্জী। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। সমস্ত ডিজিটাল স্টোরে বর্তমানে গানগুলি শোনা যাচ্ছে। চলতি বছরে একের পর এক অসাধারণ গান উপস্থাপিত হয়েছে এই চ্যানেলে। যা ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শক ও অনুগামীদের। এই অ্যালবামটিও তার ব্যতিক্রম নয়। স্বল্প পরিসরে দর্শকদের মধ্যে গানগুলি বিপুল চর্চিত। সব মিলিয়ে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলের পরবর্তী নিবেদনের দিকে তাকিয়ে আঠারো থেকে আশির শ্রোতারা।