Monday, February 3, 2025
৫ফোড়ন

নাগা সামান্থার বিচ্ছেদ এবং

একদম শুরুতে তাঁদের বিচ্ছেদের খবরে চমকে উঠেছিল তামাম দক্ষিণী ছবির দর্শক। দুজনেই সুপারস্টার। দুজনেই জনতার বড় প্রিয়। ঠিকই ধরেছেন। নাগা চৈতন্যে আর সামান্থা প্রভুর কথাই বলছি। আক্ষেপ, এরপর থেকেই জনতার এক অংশের ট্রোলের শিকার হতে শুরু করেন সামান্থা। সবচেয়ে খারাপ ব্যাপার হলো, লোকজন ব্যাক্তিগত আক্রমণ করতেও ছাড়ছে না সামান্থাকে। কখনও অন্য পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক। কখনও বা গর্ভপাতের গুঞ্জন রটেছে তাঁকে ঘিরে। এই মুহূর্তে দারুণ অসুস্থ সামান্থা। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন তাঁর কেরিয়ারেও প্রভাব ফেলেছে। একটাই ভালো ব্যাপার, সামান্থা অসুস্থ হতে নাগা চৈতন্যকে দেখা গিয়েছে তাঁকে নিয়ে কথা বলতে ও তাঁর আরোগ্য কামনা করতে। সামান্থাও বর্তমানে কিনেছেন তাঁদের বিয়ের আগের বাড়িটি। দুজনের সম্পর্ক জোড়া না লাগলেও, তাঁদের যে একে অপরের প্রতি টান রয়েছে আজও, সেটা দেখেই খুশি এই জুটির ভক্তকুল।