Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

নাদ : শাস্ত্রীয়সঙ্গীতের বিরল যুগলবন্দির আসর কলকাতায়

ভারতীয় শাস্ত্রীয়সঙ্গীতের বিরল যুগলবন্দির আসর  শহর কলকাতায়। সৌজন্যে ‘নাদ’। ‘নাদ’-এর বয়স মাত্র দুই। কিন্তু এই দুই বছরেই কলকাতার মন জয় করে নিয়েছে এই অনুষ্ঠান। এবছর এই অনুষ্ঠান শুরু হচ্ছে আজ–চলবে ২৬ মার্চ পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টায়। প্রসঙ্গত, জি ডি বিড়লা সভাঘরে বসবে ‘নাদ’-এর এই আসর। শাস্ত্রীয়সঙ্গীতের প্রথম সারির সমস্ত শিল্পীগণ উপস্থিত থাকছেন অনুষ্ঠানে। যুগলবন্দিতেও থাকছে চমক। 

অনুষ্ঠানে একদিন পরিবেশনে থাকছেন সরোদে পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, ভায়োলিনে কুমারেশ রাজগোপালন, তবলায় পন্ডিত বিক্রম ঘোষ। আর একদিন থাকছেন বাঁশিতে রনু মজুমদার, সরোদে পন্ডিত দেবজ্যোতি বোস এবং তবলায় পন্ডিত তন্ময় বোস। নিঃসন্দেহে শহরবাসীর পক্ষে এমন বিরল যুগলবন্দি শোনার সুযোগ সচরাচর হয় না। ‘নাদ’ সেই সুযোগ শহরবাসীর জন্য এনে দিয়েছে। শিল্পীর তালিকা এখানেই শেষ নয়। থাকছেন বিশ্বমোহন ভাট, কুমার বোসের মতো কিংবদন্তি শিল্পী। থাকছে নৃত্যানুষ্ঠানও। জয়া শীল এবং তাঁর টিম পরিবেশন করবেন ‘অন্ডাল’। অলকানন্দা রায় ও তাঁর ট্রুপের পরিবেশনায় থাকবে রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’।

Img 20230314 Wa0052
নাদ : শাস্ত্রীয়সঙ্গীতের বিরল যুগলবন্দির আসর কলকাতায় 5

ভারতীয় বিদ্যাভবন এবং আন্তর্জাতিক খ্যাত তবলা শিল্পী পন্ডিত বিক্রম ঘোষের উদ্যোগে গত বছর থেকে শুরু হয়েছে ‘নাদ’। ভারতীয় বিদ্যাভবনের তরফ থেকে জি ভি সুব্রহ্মনিয়ম এবং বিক্রম ঘোষ দুজনেই চেয়েছিলেন কলকাতার সাংস্কৃতিক পরিমন্ডলে শাস্ত্রীয়সঙ্গীতের ঐতিহ্যে অন্য মাত্রা আনতে। বলা বাহুল্য, কলকাতায় শাস্ত্রীয়সঙ্গীতের ঐতিহ্যে ‘নাদ’ সেই নতুন পালক। পন্ডিত বিক্রম ঘোষের কথায়, “গত বছর জায়গার অভাবে বহু মানুষ ফিরে গেছেন, আমরা বসার জায়গা দিতে পারিনি। প্রথম বছরেই অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছিলাম। আশা করছি এবারেও সেই একইরকম সাড়া আমরা পাব।”  নিজস্ব প্রতিনিধি