Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

নানা বিষয়ে ননস্টপ আড্ডা

আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডায় গানে গানে ভেসে যাবার পালা। থাকছেন উত্তরবঙ্গের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী হেমশ্রী পাল ও লপিতা ভট্টাচার্য। শুনবো নানা ধরনের গান। সঙ্গে আড্ডা তো আছেই। গত শুক্রবার ননস্টপ আড্ডায় হাজির ছিলেন সঙ্গীত ও বাচিকশিল্পী বিধুরা ধর ও বাচিকশিল্পী বিপাশা মজুমদার ব্যানার্জি। কথা, গান ও আবৃত্তিতে জমে ওঠে এই সন্ধ্যার আড্ডা। আগামী ১১ নভেম্বর ননস্টপ আড্ডা জমে উঠবে কবি ও সাহিত্যিক শ্যামলী সেনগুপ্ত এবং স্বাস্থ্য সম্পর্কিত লেখক সুজাতা মুখার্জির উপস্থিতিতে। প্রতি শুক্রবার এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।