Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

পটার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত

রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষে আশা অডিওর নিবেদন ‘আমার রাত পোহালো’, গেয়েছেন অভিজিৎ বর্মণ। ওঁকে অবশ্য বাংলার সঙ্গীতপ্রেমী মানুষ পটা নামেই বেশি জানেন। প্রসঙ্গত, এটি পটার কণ্ঠে প্রকাশিত প্রথম একক রবীন্দ্রসঙ্গীত। গানটির সঙ্গীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী। প্রোগ্রামিং বব এসএন ও মিক্স মাস্টার গৌতম বসু। আশা অডিওর ইউটিউব চ্যানেল ও অন্যান্য মিউজিক প্ল্যাটফর্মে গানটি শুনতে পাবেন শ্রোতারা।

Binodan Plus Edited
পটার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 3

বাংলা ব্যান্ড ক্যাকটাস-এর অন্যতম শরিক পটা। এই প্রথম তাঁর ভক্তরা পটার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। বলা বাহুল্য, আজকের দর্শক-শ্রোতার চাহিদা মাথায় রেখে গানটির অডিও ভিস্যুয়াল নির্মাণকে যথেষ্ট স্মার্ট ও সময়োপযোগী রাখা হয়েছে। এরই পাশাপাশি রক্ষিত হয়েছে রবীন্দ্রগানের গাম্ভীর্য ও গুরুত্ব। প্রসঙ্গত, আশা অডিও ভারতীয় গানবাজনার ক্ষেত্রে কাজ করছে ১৯৯৫ থেকে। তাদের এই দীর্ঘ যাত্রায় বহু নতুন ও পুরোনো শিল্পীর গাওয়া ভালো গান উপহার দিয়েছে তারা শ্রোতাদের। পটার গাওয়া রবীন্দ্রসঙ্গীতটিও তারই অনুসারী হবে বলে প্রত্যাশিত। এই প্রেক্ষিতে আশা অডিওর পক্ষে অপেক্ষা লাহিড়ী জানিয়েছেন, “এই বিশেষ গানটির মুক্তি সবদিক থেকেই অভিনব। এই প্রথম পটা রবীন্দ্রসঙ্গীত গাইলেন এবং সেটা আশা অডিওর ব্যানারে। বাংলা ব্যান্ড ও সমকালীন গানে ইতিমধ্যেই যথেষ্ট বিখ্যাত তিনি। এই গানটির মধ্য দিয়ে আশা অডিও ও পটা শ্রোতাদের একটি ভিন্নধারার উপহার দিতে সক্ষম হলো, বলা যায়। আমরা টিম হিসেবে কাজ করাটা বিশেষভাবে উপভোগ করেছি।”