পত্নীপ্রেমী অনিল
বহু নায়িকার সঙ্গে মাখো মাখো প্রেমে পর্দায় অবতীর্ণ হলেও তাঁর জীবন নায়িকা একজনই। বলিউডের অলটাইম এভারগ্রিন নায়ক অনিল কাপুরের একনিষ্ঠ পত্নীপ্রেম বি টাউনের বাতাসে এক চিরকালীন কাহিনি রূপে ঘুরে বেড়ায়। ১৯৮৪ সালে সুনীতা ভাবনানিকে বিয়ে করেছিলেন অনিল। তারও আগে প্রেম। তাঁদের কয়েক যুগের দাম্পত্যের কোথাও এতটুকু কালো ছায়া পড়তে দেখেনি কেউ। স্ত্রীকে এখনও চোখে হারান অনিল। সম্প্রতি কাজের সূত্রে বিবাহবার্ষিকী একসঙ্গে পালন করতে পারেননি তিনি। কতটা বিরহে কাতর হয়েছেন, সেটা বোঝা যায় তাঁর ইনস্টাগ্রাম পোস্টে। সেখানে সুনীতাকে লেখা এক খোলা চিঠিতে নিজেদের ভালবাসায় মোড়া এক ছবি দিয়েছেন অনিল। সঙ্গে লিখেছেন, শুভ বিবাহবার্ষিকী আমার জীবনের সর্বস্ব, সুনীতা ! প্রার্থনা করি সবাই আমাদের মতো ভালবাসায় বাঁচুক। এই প্রথম তোমার থেকে দূরে থাকা। বড্ড যেন কঠিন বোধ হচ্ছে। দিন, ঘণ্টা, মিনিট, সেকেন্ড গুনছি–কখন তোমার সঙ্গে আমাদের পছন্দের জায়গায় আবার দেখা হবে, তার জন্য!