Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

পথে যেতে যেতে

ভালো খারাপ যে কোনও সময়েই গান আমাদের অন্যতম আশ্রয়। পথে যেতে যেতে, একঘেঁয়ে জার্নিতে অল্পবিস্তর ভালোলাগার আবেশ কে না পেতে চায়? ঠিকানা তাই ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেল। আর পথ্যের নাম ‘পথে যেতে যেতে’। গত ২ রা সেপ্টেম্বর আবারও একটি নতুন অডিও জ্যুকবক্স মুক্তি পেয়েছে এই চ্যানেলে। এখানে রয়েছে মোট ৮টি গান। গানগুলি গেয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নীলাদ্রি নাথ। সহযোগী মহিলা শিল্পী হলেন শাশ্বতী বোস। এখানে ‘তুমি গান শুনতে’, ‘পথে যেতে যেতে’, ‘অগ্নি তাপে’, ‘টিপ টিপ টিপ টিপ’, ‘সারাদিন প্রখর রোদে’, ‘তুমি এলে’, ‘জীবন চলে যে’, ‘এ মন আমার’ গানগুলি রয়েছে। গানগুলির কথা লিখেছেন হৃষিকেশ নাথ, রতন সাহা ও অশোক বোস। মিউজিক কম্পোজ করেছেন নীলাদ্রি নাথ ও কাঞ্চন বন্দোপাধ্যায়। মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও প্রোগ্রামিং করেছেন যথাক্রমে মধু মুখোপাধ্যায় এবং কাবু চ্যাটার্জি। মিউজিক লেবেলিং করেছে মেলোডি প্লাস এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড।