Monday, February 3, 2025
৫ফোড়ন

‘পাঠান’-এর সাফল্যে অখুশি কঙ্গনা

কিছুদিন বিরতির পর ফর্মে ফিরেছেন কঙ্গনা। বলা ভালো, টুইটার নির্বাসন থেকে ফেরার অনুমতি পেয়েই স্বমূর্তি ধারণ করেছেন রানি। ‘পাঠান’ নির্মাণের শুরু থেকেই নানা অজুহাতে এর গুষ্টি উদ্ধারে নেমে পড়েন কঙ্গনা। এখন সেই ছবির সাফল্যেও বিরক্তি তাঁর। এক নেটিজেন ‘পাঠান’-এর সাফল্যে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে প্রচুর অভিনন্দন জানিয়ে টুইট করতেই, তীব্র ভাষায় তাঁকে আক্রমণ করেন কঙ্গনা। তাঁর কথায়, এই দেশ শুধু তিন খানকেই ভালোবাসে। শুধু তা-ই নয়, এই দেশ মুসলিম অভিনেত্রীদের প্রতিও গভীরভাবে আসক্ত। ছবির ‘পাঠান’ নামকরণ থেকে আরও নানা বিষয়ে আপত্তি রানির। এমনকী, এই ছবির সঙ্গে পাকিস্তানের যোগ আছে, এমন বিচিত্র অভিযোগও শোনা গেছে কঙ্গনার মুখে। এহেন ‘পাঠান’-এর চূড়ান্ত সাফল্য যে অখুশি করবে তাঁকে, তাতে আর আশ্চর্য কী !