Monday, February 3, 2025
৫ফোড়ন

পাঠান টাইম শুরু

বলিউডের বাদশা বলে কথা ! প্রায় চার বছর পর ছবি আসছে তাঁর। তাই নিয়ে সোরগোল হবে না ? সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শাহরুখের দুই সহশিল্পী দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ট্রেলারে সেই আবেগেই ওঁরা ‘পাঠান’-কে পরিচয় করালেন জনতার সঙ্গে। আরও একবার শাহরুখ তাঁর ডন ইমেজে, রইস মেজাজে। একশন-থ্রিলারে ভরপুর এই ছবিতে তিনি একজন স্পাইয়ের চরিত্রে অভিনয় করছেন। শাহরুখের লুক ও মুভমেন্ট বলে দিচ্ছে কী পরিমাণ উত্তেজনা থাকবে ছবিতে। ২০২৩-এর জানুয়ারিতে মুক্তি পাবে ‘পাঠান’। পাঠান একজন নামহীন মানুষ, যার লক্ষ্য হবে দেশকে রক্ষা করা। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগুতে মুক্তি পাবে ‘পাঠান’। আপাতত আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা। ওইদিনটিকেই মুক্তির তারিখ হিসেবে ঘোষণা করে দিয়েছেন স্বয়ং বাদশা।