Monday, February 3, 2025
৫ফোড়ন

পাঠান হাওয়ায় ডিডিএলজে

কিছু ছবি যেমন দর্শকের হৃদয় জুড়ে স্থায়ীভাবে বসবাস করে, তেমনই প্রযোজকদের কাছেও সেইসব ছবি সোনার ডিম পাড়া হাঁসের ভূমিকা নেয়। বলিউডের বিখ্যাত যশরাজ ফিল্মস-এর ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-র ক্ষেত্রেও একথা বিপুলভাবে খাটে। তাদের সাম্প্রতিক প্রযোজনা ‘পাঠান’ যে শাহরুখ খানের পড়ন্ত বেলার কেরিয়ারে একেবারে নতুন উন্মাদনার জোয়ার সৃষ্টি করেছে, তাতে কোনও সন্দেহ নেই। উল্লেখ্য, এই ঝড়কে নিজেদের অনুকূলে টানায় যশরাজ ফিল্মস-এর স্ট্র্যাটেজি। নতুন করে গত সপ্তাহে তারা সিনেমা হলে নিয়ে আসে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ! ভারতের ৩৭টি শহরে এক সপ্তাহের জন্য চালানো হয় ‘ডিডিএলজে’। যশরাজ ফিল্মস-এর ৫০ বছর পূর্তির কথা মাথায় রেখেই নাকি, এই পদক্ষেপ! বুঝতে অসুবিধা হয় না, আসলে ‘পাঠান’ হাওয়ার গতিতেই নিজেদের ব্যবসাকে চাঙ্গা করার এক কৌশলী প্রচেষ্টা এটা। সংস্থার স্বার্থে ‘পাঠান’-এর চূড়ান্ত সাফল্যের সঙ্গে ‘ডিডিএলজে’-এর চিরন্তন চাহিদার আর্থিক নীতিগত মেলবন্ধন রচনা।