পায়ে পায়ে রাহুল-রিয়া
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সঙ্গী হয়ে খবরে রিয়া সেন। আদতে এই ঘটনাকে কেন্দ্র করেই বেশ কিছুদিন পর মিডিয়ার নেকনজরে তিনি। দিদি রাইমা নিয়মিত নানা মাধ্যমে কাজ করলেও রিয়াকে কমই চোখে পড়ে। কোনওদিনই অবশ্য রাইমার মতো পরিমাণে কাজ করেননি তিনি। তবে, ইদানীং যেন একেবারেই চোখে পড়ে না রিয়াকে। অন্য দিকে রাহুল গান্ধীর কেরিয়ারও তথৈবচ। মা সোনিয়া গান্ধীর বহু ঠেলাঠেলির পরও ভারতীয় রাজনীতিতে সেই অর্থে কোনও গুরুত্বপূর্ণ ছাপ রাখতে পারেননি তিনি। এহেন রাহুলের ভারত জোড়ো যাত্রার সঙ্গী হয়ে দারুণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রিয়া ! এই যাত্রা কতদূরের বা কতদিনের, সে তো সময়ই বলবে। আপাতত খবরের বাজার গরম করে রেখেছে রিয়া-রাহুলের সঙ্গত, এটুকু বলা যেতেই পারে!