পুজোয় ঈশানের কন্ঠে ‘মন ছেড়ে যাস না আমায় তুই’
ভালোলাগা নাকি ভালোবাসা! চিরকালীন এক দ্বন্দ্ব। একদিকে প্রাক্তন অন্যদিকে বর্তমান। এই টানাপোড়েনের মাঝে সত্যিকারের ভালোবাসা কি আদৌ খুঁজে পায় তার বাস্তবিক রূপ? পুজোর আগেই মুক্তি পেল গায়ক ঈশান মিত্রের সুরেলা কণ্ঠে এমনই মন ভাঙার গান। অপূর্ব জোসেফের মেরে সাঁই প্রোডাকসনের ব্যানারে জি মিউজিক বাংলাতে মুক্তি পেয়েছে ‘মন ছেড়ে যাস না আমায় তুই’-এর মিউজিক ভিডিও। প্রসঙ্গত, ইতিমধ্যেই বাংলায় প্লেব্যাকের দুনিয়ায় নিজের একটা আলাদা জায়গা করে নিয়েছেন ঈশান। তার মধ্যে উল্লেখযোগ্য ‘মিথ্যে প্রেমের গান’, ‘ড্রাকুলা স্যার’, ‘চরিত্রহীন ৩’ ও ‘মন্টু পাইলট’।
সম্প্রতি উত্তর কলকাতার একটি ক্যাফেতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এলো এই গানটি। শুভম তালুকদারের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওটির হাত ধরেই অভিনয়ে আঙিনায় পা রাখলেন আরাত্রিকা ঘোষ, বিভাস বার্ণিক এবং বাসবদত্তা মন্ডল। গানটির গীতিকার সোহম মজুমদার। যিনি এর আগেও বহু হিন্দি ও বাংলা ছবির গান লিখেছেন। গানটিতে সুরারোপ করেছেন কুন্তল দে। গানটি প্রসঙ্গে ঈশান বলেন, “এই গানের কথাগুলো ভীষণ প্রাসঙ্গিক। আশা করি, সকলের ভালো লাগবে।” কুন্তলের কথায়, “এই গানটার হাত ধরে পুজোয় হারানো ব্যথাকে ফিরে পাবেন শ্রোতারা।” সোহম জানান, “এই গানটা যদি কিছু সম্পর্ককে বাঁচাতে পারে, বুঝব কাজটা সার্থক হয়েছে।” আরাত্রিকার মতে, “খুব অল্প সময়ের প্রস্তুতিতে সকলে মিলে যত্ন নিয়ে কাজটা করেছি। আশা করছি সকলের ভালো লাগবে।”