পুরস্কৃত রণবীর
বলিউডের চিরাচরিত নেপোটিজম বিতর্কে জল ঢেলে, তথাকথিত বহিরাগত তকমা গায়ে এঁটেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন এই পাঞ্জাবি তনয়। শুরুটা যশরাজ ব্যানারে হলেও, সহজ ছিল না নিজের পায়ের মাটি শক্ত করা। কিন্তু, সমস্ত প্রতিকূলতা পার করে যে এগিয়ে যেতে চায়, তাকে কে আটকাবে ? তাই তো রণবীর সিং আজ বি টাউনের এমন ব্র্যান্ড, যেখানে সাফল্য শব্দটা প্রায় তাঁর ইমেজের পরিপূরক হয়ে গেছে। প্রযোজক-পরিচালকদের কাছে তাঁকে যেতে হয় না। তাঁরাই রণবীরকে বেছে নেন কঠিন চ্যালেঞ্জযুক্ত চরিত্রগুলির জন্য। প্রতিটি ছবির জন্য পৃথক হোমওয়ার্ক, আলাদা লুক, নিবিষ্ট গবেষণা–রণবীরকে অপরিহার্য করে তুলেছে আজ বলিউডে। সম্প্রতি ’83’ ছবিতে অভিনয়ের সূত্রে রণবীর দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ২০২২-এর সেরা অভিনেতার পুরস্কারটি ঝুলিতে পুরে নেন। তাঁর এই প্রাপ্তিকে কুর্নিশ জানিয়েছে বি টাউন থেকে তামাম রণবীর-ভক্ত। সকলেই বলছেন যোগ্য হাতেই উঠেছে সেরার পুরস্কার।