Monday, February 3, 2025
৫ফোড়ন

পেটোয়া ছবি ঘিরে নাসির সাহেবের গুসসা

‘দ্য কেরালা স্টোরি’ দেখেননি তিনি। কিন্তু যে ছবি নিয়ে তামাম দেশ উত্তাল। সে ছবি তিনি দেখতে আগ্রহী নন কেন ? কোনওরকম দ্বিধা না করেই বলিউডের এক ও অদ্বিতীয় নাসিরুদ্দিন শাহ জানিয়েছেন, ভারতবর্ষ যেন ক্রমশ হিটলারের নাজি জার্মানির দিকে চলেছে ! এ ছবিতেও তারই প্রতিফলন ! ‘সুপ্রিম লিডার’-কে খুশি করতেই যেন এই জাতীয় ছবি নির্মিত হচ্ছে। নাসির সাহেব একা অবশ্য নন, ‘দ্য কেরালা স্টোরি’র প্লট নিয়ে তাঁর অপছন্দের কথা জানান আর এক প্রবীণ ও বিখ্যাত অভিনেতা কমল হাসানও। নাদিরুদ্দিনের কথায় ফিরি। শুধু ‘দ্য কেরালা স্টোরি’ নয়, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং আরও কয়েকটি সরকারি ভাবনা-পুষ্ট ছবি প্রসঙ্গেও চরম বিরক্তি প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, এইসব ছবি নিছক চাটুকারিতার উদ্দেশ্যেই নির্মিত। সিনেমা শিল্প (সৃজন ও বাণিজ্য) নিয়ে এঁদের কোনও মাথাব্যাথা নেই।

Images 42
পেটোয়া ছবি ঘিরে নাসির সাহেবের গুসসা 3

এক্ষেত্রে, নাসির সাহেবের আক্রমণের লক্ষ্যে সবসময়ই থাকে শাসকদলের জন প্রতিনিধিগণ ও তাঁদের পেটোয়া নির্মাতা-নির্দেশকরা। বস্তুত, দেশ জুড়ে এই মুহূর্তে ঘৃণা বিকিরণের যে সংস্কৃতি চলছে, তাই নিয়ে প্রতিবাদে বারবার মুখর হওয়ার ফলে নাসির সাহেবও যে একটি বিশেষ চক্রের অপছন্দের তালিকায়, তা বলার অপেক্ষা রাখে না। তবে, নাসির সাহেব যে সেসবের ধার ধারেন না, সেও বোঝাই যায়। কেনই বা ধারবেন ? অভিনেতা হিসেবে তিনি আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। ভালো সিনেমার কদর করেছেন বরাবর। সেক্ষেত্রে নতুন পরিচালক, কম টাকা, অখ্যাত ব্যানার–কোনওটাই নাসিরুদ্দিনের কাজের ক্ষেত্রে বাধা হয়নি। সিনেমা প্রসঙ্গে তাঁর মতামত তাই সকলের কাছেই বাড়তি গুরুত্ব পায়। 

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে তাঁর বক্তব্য বিশেষভাবে প্রনিধানযোগ্য। নাসির সাহেবের কথায়, কতদিন, কতদিন চলবে এইসব কাণ্ড? উদ্দেশ্যমূলক ভাবে তৈরি সিনেমাগুলি প্রচারে আসার ফলে হুজুগে লোকজন সেসব দেখতেই হলে ছুটছে। মাঝখান থেকে প্রচারের আনুকূল্য না পেয়ে হারিয়ে যাচ্ছে উন্নত মানের ও রিয়ালিস্টিক ভাবনার ছবিগুলি। লোকে দেখছে না বলেই ফ্লপ করছে এসব ছবি। তবে, আমার বিশ্বাস, আর বেশিদিন এসব চলবে না। খুব শিগগিরই মানুষ ‘দ্য কেরালা স্টোরি’ জাতীয় সিনেমা থেকে মুখ ফেরাবে !