Monday, February 3, 2025
৫ফোড়ন

পোশাক বিতর্ক এবং ওঁরা

বেশ কয়েক বছর আগের কথা। ‘মত্রু কী বিজলী কা মন্ডোলা’ ছবিতে অনুষ্কা শর্মার ড্রেসিং স্টাইল ঘিরে একটা বিতর্ক দানা বাঁধে। সমালোচকদের ভাষায়, ছবির বিপণনের জন্যই এহেন পোশাক পরেছিলেন অনুষ্কা। ছেড়ে দেবার পাত্রী নন অনুষ্কাও। তাঁর কথায়, এ ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ। তাঁর ছবির ক্ষেত্রে এই জাতীয় প্রচারের প্রয়োজন যে পড়ে না, একথা সকলেরই জানা। কাহিনি ও চরিত্রের (বিজলী) পারিপার্শ্বিক পরিবেশের কারণেই আমার এমন ড্রেসিং স্টাইল। প্রশ্ন হলো, বিজলীর জন্য না হয় এহেন স্টাইল! বাকি ছবির ক্ষেত্রে কী বলবেন অনুষ্কা ? শুধু সিনেমার পর্দা নয়, পর্দার বাইরেও বলিউডি নায়িকাদের পোশাক নিয়ে বারবার বিতর্ক দেখা দিয়েছে। এখানে একটি কথা প্রযোজ্য। করিনা, বিপাশা, প্রিয়াঙ্কা, অনুষ্কা, দীপিকা থেকে হালের আলিয়া, শ্রদ্ধা, কিয়ারা বা কৃতি–যে যাঁর মনপসন্দ পোশাক পরতেই পারেন। তবে, ‘ছবির প্রয়োজনে’ অজুহাতটা দেখানো বন্ধ করুন ওঁরা এবার। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কাউকেই আর কৈফিয়ত দিতে বাধ্য নন ওঁরা, একথা সংশ্লিষ্ট সকলের মতো ওঁদের নিজেদেরও মনে রাখতে হবে।