প্রকাশ আপনিও ?
সেলিব্রিটিদের বিজ্ঞাপনচিত্রে কাজ করাটা অতি সাধারণ ঘটনা। নানা ধরনের পণ্য ও পরিষেবার গুণপনা বর্ণনা করেন ওঁরা, বিভিন্ন মাধ্যমে। খুব স্বাভাবিকভাবেই ওঁদের কথায় প্রভাবিত হয়ে সাধারণ মানুষ সেসব পণ্য বা পরিষেবার প্রতি আকৃষ্ট হয়। তার ফল যা হবার, পণ্যের বিক্রি বাড়ে। বিক্রেতার উদ্দেশ্য সাধিত হয়। ব্যবসা দ্বিগুণ থেকে চারগুণ হয়। আক্ষেপের কথা হলো, বিষয়টা আসলে এত সরল নয়। মূল প্রসঙ্গে যাওয়ার আগে প্রেক্ষিত !
আমাদের ছোটবেলায় বিজ্ঞাপন চিত্র দেখার অভিজ্ঞতা হতো শুধু সিনেমাহলে ছবি শুরুর আগে এবং বিরতির সময়। সংবাদপত্রের পাতাতেও থাকতো–তবে, সে তো চলমান নয়। তারপর এলো টিভি, আউটডোর। মানুষের যাপন সংস্কৃতিতে টিভির বিজ্ঞাপনের প্রভাব একেবারে যুগান্তকারী ঘটনা বলা যায়। অনলাইন মাধ্যম এসে পড়ার পর বৃত্তটি সম্পূর্ণ হলো। স্মার্টফোনের দৌলতে প্রতি মুহুর্তের জীবনে সারা বিশ্বের সমস্ত কিছুর মতোই নিবিড়ভাবে ঢুকে পড়লো পণ্য সংস্কৃতি।
এই পর্যন্ত কোনও নতুন কথা বলিনি, আমিও জানি। এবার সেই প্রসঙ্গে আসবো। বিজ্ঞাপনের সৌজন্যেই তিনপাত্তি বা জংলি রামি–এই দুটি তাসের খেলা আজ জনপ্রিয়তার শীর্ষে বলা যায়। এখানেও সেলিব্রিটিরা হাজির উৎসাহদানে। শক্তি কাপুর, অন্নু কাপুর, রানা দগ্গুবতি এবং প্রকাশ রাজ। শেষোক্ত নামটাই বড্ড অবাক করেছে আমায়। তাসের এই জুয়া নিশ্চয়ই আইনত নিষিদ্ধ নয়। সেদিক থেকে ওঁরা কোনও বেআইনি কাজে ইন্ধন যোগাচ্ছেন না। কিন্তু সামাজিকতা ? সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে মুখ খুলে প্রায়ই সংবাদ শীর্ষে থাকা প্রকাশ কী করে তাসের জুয়ার সমর্থনে বিজ্ঞাপনচিত্রে অংশ নেন ?
এমনিতেই অভিযোগ, অনলাইন গেমগুলি শিশুকিশোরদের যাপন-অভ্যাসে বেশ কিছু নেতিবাচক দিক নিয়ে এসেছে। তাসের জুয়া খেলাচ্ছলে হলেও, সে তো জুয়াই। সেখানে প্রকাশের সামাজিক বোধ ও চেতনা কোথায় গেল ? নাকি সবটাই অর্থের জন্য ! প্রতিবাদের কথাও নিজের বিপণন !