Sunday, February 2, 2025
প্রজ্ঞা পাবলিকেশন

প্রসঙ্গ তারকেশ্বর।।পাঠ প্রতিক্রিয়া ॥

জানালেন – ঋজু গঙ্গোপাধ্যায়

বই – প্রসঙ্গ তারকেশ্বর

জঁর – নন – ফিকশন

লেখক – মানব মণ্ডল

প্রকাশক – প্রজ্ঞা পাবলিকেশন

বাঁধাই – হার্ড বাউন্ড

মুদ্রিত মূল্য – ৪৬০ /-

শৈবতীর্থ তারকেশ্বর সম্বন্ধে আমরা কতটুকু জানি?

নানা কিংবদন্তি এবং ‘মোহন্ত-এলোকেশী সম্বাদ’ জাতীয় কিছু টুকরো কথা ছাড়া ওই জায়গাটি সম্বন্ধে আমাদের অধিকাংশের জ্ঞানগম্যি অত্যন্ত সীমিত। অথচ এই বাংলাতেই, কলকাতা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ওই ঐতিহাসিক স্থানটি। সেই অভাব পূরণ করে, আঞ্চলিক ইতিহাস রচনার প্রকরণ মেনেও অত্যন্ত সাবলীল গদ্যে রচিত হয়েছে আলোচ্য বইটি প্রসঙ্গ তারকেশ্বর ।

‘লেখকের কথা’ এবং রূপক সামন্তের লেখা একটি অত্যন্ত মূল্যবান ‘মুখবন্ধ’-র পর এতে স্থান পেয়েছে নিম্নলিখিত ক’টি অধ্যায়~

১. জনশ্রুতি ও কাহিনির আড়ালে তারকেশ্বর;

২. তারকেশ্বর আবিষ্কারের প্রকৃত কাল নির্ণয়;

৩. অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে তারকেশ্বরের মোহান্ত পরম্পরা;

৪. এলোকেশী হত্যা-মামলা ও তারকেশ্বর;

৫. তারকেশ্বর সত্যাগ্রহ আন্দোলন;

৬. সত্যাগ্রহ-পরবর্তী তারকেশ্বর;

৭. তারকেশ্বর মন্দির ও জনপদ পরিচিতি।

এই বইটির ভালো দিক কী-কী?

প্রথমত, লেখার ভাষা অত্যন্ত সহজ, সাবলীল, অথচ প্রমিত— অনেকটা জনপ্রিয় সংবাদপত্রের ফিচারের মতোই। অথচ তথ্য বা ঐতিহাসিক ঘটনার বিবরণে কোথাও সত্যের সঙ্গে আপোষ করেননি লেখক। ফলে বইটি পড়া শুরু করলে ছুটে চলতেই শেষ অবধি। সঙ্গী হয় এই বাংলার ইতিহাস, নানা চরিত্র, আর সময়।

দ্বিতীয়ত, কোনোরকম স্বকপোলকল্পিত ভাষ্য বা অনুমানের ওপর নির্ভর করেননি লেখক। বরং তাঁর দ্বারা উল্লিখিত প্রতিটি তথ্য বা বিশ্লেষণের সমর্থনে তথ্যসূত্র নির্দেশ করা হয়েছে। এই নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে বলেই বইটি পড়তে গিয়ে মনে হয়েছে, আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে একে মডেল হিসেবেই নেওয়া উচিত।

তৃতীয়ত, বইয়ে প্রচুর আলোকচিত্র স্থান পেয়েছে— যাদের অনেকগুলোই দুষ্প্রাপ্য। একইভাবে, অধুনা দুষ্প্রাপ্য বহু নথি ও দলিলের অংশবিশেষ উদ্ধৃত হয়েছে এতে। স্থায়ীভাবে হারিয়ে যাওয়ার আগে পাঠকের কাছে এদের পরিবেশন করে লেখক আমাদের ঋণী করে রাখলেন।

চতুর্থত, বাংলার ইতিহাসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদান পাঠ্যবইয়ে স্থান পায় না (আলিপুর বোমার মামলা নিয়ে একটি অনুচ্ছেদ বাদ দিলে)। কিন্তু তারকেশ্বর সত্যাগ্রহ আন্দোলনের প্রসঙ্গে তাঁকে স্বমহিমায় এবং যথাযথ বাদ-বিবাদের মাধ্যমে পেয়ে খুব-খুব ভালো লাগল।

এতে বর্ণ-সংস্থাপনের কাজটি ভারি চমৎকার হয়েছে, যার ফলে কঠিন বিষয়ও সহজ-পাঠ্য হয়।

তারকেশ্বর-কে নিয়ে এই বইটি সত্যিই অসাধারণ। আশা রাখি যে এভাবেই লেখক মেদিনীপুর এবং হুগলীর নানা ঐতিহাসিক স্থানের স্বরূপ তথা ইতিহাসকে বিস্মৃতি ও গালগল্পের ধুলোমাটির আড়াল থেকে উদ্ধার করবেন। তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

** প্রজ্ঞা পাবলিকেশন থেকে প্রকাশকালে বইটিতে সব রকম প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে।

—————————-

প্রাপ্তিস্থানঃ

  • প্রজ্ঞা পাবলিকেশনের নিজস্ব বিপণী। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, প্যারামাউন্টের ঠিক বিপরীতে।
  • ঘরে বসেই বইটি হাতে পাওয়ার জন্য WhatsApp করুন 9147364898 – এই নম্বরে।

অন্যান্য প্রাপ্তিস্থান –

  • দে বুক স্টোর (দীপুদা)
  • জানকী বুক ডিপো (সুখরঞ্জন দা)
  • বইবন্ধু