Monday, February 3, 2025
৫ফোড়ন

প্রসেনজিৎ এবং

হঠাৎ করেই যেন একটা মানুষ হিরো থেকে ভিলেনে পরিণত। বাংলা বিনোদন ইন্ডাস্ট্রি পেশাদারী মানসিকতার দিক থেকে এখনও কতটা পিছিয়ে আছে, সাম্প্রতিক অভিষেক চ্যাটার্জি-প্রসেনজিৎ চিত্রনাট্য তার এক বড় প্রমাণ। প্রথম কথা, এটা নিতান্তই প্রয়াত অভিনেতার অভিযোগ। এই অভিযোগ সত্য হলেও, প্রমাণিত নয়। প্রসেনজিতের মুখ এব্যাপারে আগাগোড়া বন্ধ ছিল, রয়েছে। এটা বলা যায়, সত্যিমিথ্যের ঊর্ধ্বে গিয়ে তিনি অন্তত শালীনতাটা বজায় রেখেছেন। আর যে বিরাট একটা অংশ গত কয়েকদিন ধরে এ ব্যাপারে সোচ্চার, তাঁরা কী প্রসেনজিতের প্রভাব-প্রতিপত্তির ভয়ে এতদিন চুপ ছিলেন ? আসল প্রশ্ন-উত্তর লুকিয়ে এখানেই। ইন্ডাস্ট্রি এবং মিডিয়া যে নিজেদের অঙ্কের হিসেবে মুখোশ পাল্টায়, তা আর একবার দেখলো আম জনতা। এখানে আর একটি ছকও অবশ্য আছে। রাজ্যের ক্ষমতাসীন দলটি বহু চেষ্টাতেও কাছে টানতে পারেনি প্রসেনজিৎকে। তাঁকে একটি পুরোনো ইস্যুকে ঘিরে ভিলেন বানিয়ে, কিছুটা জ্বালা তো মিটলো!