প্রসেনজিৎ-রচনার রসায়ন
বাংলা ছবির জগতে দুজনেরই যাত্রাপথটা বেশ দীর্ঘ। বহুবার সহযাত্রীও হয়েছেন তাঁরা–প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায় ! এটাও বলার, রচনা নিছক প্রসেনজিতের বহু নায়িকার (পর্দায় ও পর্দার বাইরে) অন্যতম নন। তাঁর নিজের এক পৃথক তারকা স্টেটাস আছে। বাংলার বাইরেও কাজ করে সাফল্য পেয়েছেন তিনি। আর এখন তো দিদি নং ওয়ানে নিজের অপরিহার্যতা প্রমাণ করে রচনা নিজের কেরিয়ারে এক ভিন্ন বিন্দু ছুঁয়ে ফেলেছেন। পাশাপাশি প্রসেনজিৎ বাংলা ছবিতে নিজেকে নিয়ে গেছেন এক ব্যতিক্রমী অবস্থানে। এহেন প্রসেনজিৎ কখনও তাঁকে প্রেম নিবেদন করেননি, এমন এক কথা একটি জনপ্রিয় চ্যাট শোয়ে বলে রচনা মস্করা করলেও তাতে বাড়তি বিতর্কের আগুন জ্বলে ওঠেনি। ওঁদের সম্পর্কের মাধুর্য্য অটুট রয়েছে। সম্প্রতি এক ফটোশুটে কলকাতার এক তারকা হোটেলে প্রসেনজিৎ-রচনাকে দেখা গেল দুরন্ত রসায়নে। সাজপোশাক থেকে পোজ দেওয়া, একে অপরের পরিপূরক হয়ে উঠলেন সহজেই।