প্রেম গুঞ্জনে প্রভাস-কৃতি
আদিপুরুষ মুক্তির পরই কী বিয়ে করছেন তাঁরা ? এই মুহূর্তে গুজবের বাজার দারুন গরম এই খবরে। ওঁদের প্রেম নাকি এখন চরম পর্যায়ে। এতটাই যে দক্ষিণের এই সুপারস্টার তথা সারা দেশের তরুণীকুলের হার্টথ্রব তাঁর ছবির নায়িকা কৃতি স্যাননের সামনে নাকি হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছেন তাঁকে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। বাহুবলী থুড়ি আদিপুরুষ প্রভাসের কথাই বলছি। ওঁদের সম্পর্ক গভীর থেকে গভীরতর স্তরে পৌঁছেছে নাকি বেশ কিছুদিন। একসঙ্গে কাজ করার সূত্রে আলাপ, পরিচয়, ঘনিষ্ঠতা এবং এখন এই সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন প্রভাস ও কৃতি। প্রভাসের প্রস্তাবে কৃতি হ্যাঁ বলেছেন কিনা, সেকথা এখনও প্রকাশ্যে না এলেও লোকজনের ধারণা, উত্তরটা ইতিবাচকই হবে ! বলিউডে কৃতির নাম এর আগে কারও সঙ্গে জড়ায়নি, এমনটা নয়। তবে, সেসব তেমন সিরিয়াস বলে মনে হয়নি কারোই। উল্টোদিকে লাজুক ও ভদ্র স্বভাবের প্রভাসের সম্পর্কে নারী ঘটিত গুঞ্জন নেই বললেই চলে। বিয়ে করার জন্য এর চেয়ে ভালো পাত্র আর কোথায় পাবেন কৃতি ?