প্রেম দিবসে ননস্টপ বিনোদন-এর বিশেষ নিবেদন
প্রেমের সপ্তাহে, ভালোবাসা দিবসের প্রাকলগ্নে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ভ্যালেন্টাইন ডে স্পেশাল অডিও জুকবক্স। বিশিষ্ট শিল্পীদের কন্ঠে মোট ১৪টি গানের সমাহারে এই জুকবক্সটি বানানো হয়েছে। কুমার শানু ও দেবারতি দাশগুপ্ত সরকারের যুগলবন্দী ‘ভালোবাসা হারে না’ দিয়ে প্লে লিস্টটির সূচনা। রূপঙ্কর বাগচী ও মুন্না পাল গেয়েছেন ‘তুলি’। মনোময় ভট্টাচার্য ও মুন্না পালের দ্বৈতসঙ্গীত ‘ঝকঝকে এক নদী’। রয়েছে মনোময় ভট্টাচার্য্যের একক সঙ্গীত ‘সে কি জানে’। বিনোদ রাঠোর গেয়েছেন ‘চাঁদ’। মিস জোজো এবং শানু কে.আর. এর যুগলবন্দী ‘ভালোবাসি আমি শুধু তোকে’। এছাড়াও নবারুণ দাশগুপ্ত, সত্যম, সহেলি চক্রবর্তী, রাজা রায়, মোহিত কুমার, জেনিভা রায়, শুভদীপ করঞ্জাই , সোমালি মুখার্জী প্রমুখ শিল্পীদের কন্ঠে রয়েছে মন ভালো করা বেশ কিছু গান।
গানগুলির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। প্রেমের মরশুমে একঝাঁক পছন্দের গান একসঙ্গে উপহার পেয়ে খুশি শ্রোতামহল। গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে এই জুকবক্স। ইতিমধ্যেই দর্শকের মধ্যে তা প্রবল সাড়া ফেলেছে। মনের মানুষের সঙ্গে এই ভ্যালেন্টাইন ডে আরও আমোদপুর্ণ হয়ে উঠবে শ্রোতাদের কাছে, এমনটাই প্রত্যাশা চ্যানেল কর্তৃপক্ষের।