ফুটবল কোচ বিজয়
বিজয় তাঁর লাকি স্ক্রিন নাম। বহু ছবিতে গ্রেট বিগ বচ্চনকে আমরা এই নামেই পেয়েছি। সম্প্রতি মুক্তি পেল অমিতাভ বচ্চন অভিনীত ‘ঝুন্ড’। রিপোর্ট বেশ ভালো। শুরু থেকেই আলোচনায় এই স্পোর্টস ড্রামা। স্বাভাবিক! তাঁকে ঘিরে দর্শক আগ্রহ এতটুকু কমেনি, সে যতই পরের প্রজন্মের তারকারা বাজার জমান না কেন ! ‘ঝুন্ড’-এ অমিতাভ ফুটবল কোচ বিজয় বার্শের চরিত্রে অভিনয় করছেন। যিনি কিনা বস্তিতে বসবাসকারী প্রতিভাবান একদল ছেলেকে নিয়ে একটি ফুটবল টিম গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের অপরাধের জীবন থেকে খেলাধুলার আনন্দময় জগতে আনাই বিজয়ের লক্ষ্য। সেই লক্ষ্যে কতটা সফল হবেন তিনি, সে তো পর্দার গল্প। তবে, ‘বিজয়’ ম্যাজিক এবারও কাজ করবে বলে বিশ্বাস ভক্তদের।