Monday, February 3, 2025
ওয়েব-Wave

ফেম গেমের জমাট রহস্যে অনামিকা মাধুরী

অজন্তা সিনহা

মাধুরী দীক্ষিত বলিউডের এমন এক নাম, যাঁর ম্যাজিক যেন ‘শেষ হয়েও হয় নাকো শেষ’। অফিসিয়ালি পঞ্চান্ন ছুঁই ছুঁই এই নায়িকা এখনও কোটি হৃদয়ে ঝড় তোলেন। ছবির বিশেষ চরিত্র আজও তাঁকে ভেবেই লেখা হয়। সাম্প্রতিক সুপার ফ্লপ ‘কলঙ্ক’ ছবির বাহার বেগমের কথাই ভাবুন না! সোনাক্ষী, আলিয়াদের অবলীলায় ম্লান করে দেন তিনি–নিজের ঝকঝকে উপস্থিতি ও চমকদার পারফরম্যান্স-এ। অভিনয় ব্যাপারটা অবশ্য এখানে আলোচনায় না আনাই ভালো। সম্পূর্ণভাবে ডিজাইন সমৃদ্ধ ‘কলঙ্ক’ ঘরানার ছবিতে প্রেজেন্টেশনই আসল, যা বহুযুগ আগেই রপ্ত করেছেন মাধুরী। সেই এক-দো-তিন জমানা থেকেই তিনি জানেন, অধিকাংশ দর্শক কী চায় ! যাঁরা সিনেমায় অভিনয় দেখতে চান, তাঁরা ‘ইশকিয়া’-র বিদ্যা বালানকে অধিক গ্রহণ করেন ‘দেড় ইশকিয়া’-র মাধুরীর তুলনায়। সংখ্যায় অবশ্য তাঁরাই বেশি, যাঁরা সেরিব্রাল অভিনয় নয়, গ্ল্যামারের ম্যাজিকেই বুঁদ হতে পছন্দ করেন। মাধুরীর সেই ম্যাজিক ডান্স রিয়ালিটি শো, এওয়ার্ড ফাংশন ইত্যাদি অঞ্চলে বিচরণের পাশাপাশি সম্প্রতি ওয়েব দুনিয়ায় পা রেখেছে থ্রিলারের পটভূমিতে।

এও এক সহজে বাজিমাত করার ফর্মূলা এখন। ওয়েব সিরিজ মানেই ক্রাইম থ্রিলার। শুধু তাই নয়, আবারও সেই মাধুরীকে মাথায় রেখেই কাহিনি রচনা। ‘জলসা’-য় বিদ্যা ও শেফালি, ‘মিথ্যা’-য় হুমা কুরেশি যে ধরণের চরিত্রের অফার পান, মাধুরীর ক্ষেত্রে তেমনটা সচরাচর হয় না। অথচ তাঁর ডেবিউ মারাঠি ছবি ‘বাকেট লিস্ট’-এ মাধুরী বুঝিয়ে দেন, সুযোগ পেলে অভিনয়ের ম্যাজিকও দেখাতে পারেন তিনি। এই যে ওঁকে নিয়ে পরিচালকরা বেশিরভাগ সময় ফর্মূলার পথে হাঁটেন,  এটা মাধুরীর নিজেরই দুর্বলতার দিক কিনা, সেকথা তিনিই ভালো জানেন। আপাতত ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এর কথা। নেটফ্লিক্স-এ প্রদর্শিত এই সিরিজ মাধুরী থুড়ি সুপারস্টার অনামিকা কেন্দ্রিক। সিরিজের টিআরপি বেশ ভালো। অর্থাৎ ম্যাজিক কাজ করেছে।

পটভূমি বলিউড। পারিবারিক জীবনে বিপর্যস্ত অনামিকা আনন্দ মানসিক আশ্রয় খোঁজে কো-স্টার ও প্রাক্তন প্রেমিক মনীশ খান্নার কাছে। অনামিকার গ্ল্যামারাস ইমেজ, চূড়ান্ত সফল কেরিয়ার বারবার ধাক্কা খায় ঘরে ফিরলেই। সেখানে অপেক্ষায় তার অত্যাচারী স্বামী নিখিল মোরে। নিখিল তাকে শারীরিক ও মানসিক দু’দিক থেকেই জর্জরিত করে। অনামিকার মেয়ে অমরা মায়ের মতো সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখে। ছেলে অভির সমস্যা যৌনতা সংক্রান্ত। অদ্ভুত স্বভাব অনামিকার মায়ের, মেয়েকে অপদস্থ করেই সুখ পান মহিলা। পরিবারের বাকিরাও নানা জটিলতায় পাক খায়। স্বার্থসিদ্ধির জন্য নানাভাবে অসততার আশ্রয় নেয় তারা। অনামিকার চলমান এই জীবন ছবিতে বড়সড় ধাক্কা লাগে, তার হঠাৎ অন্তর্ধানে। শুরু হয় অনুসন্ধান। আর সেই সূত্রেই বেরিয়ে আসে অন্ধকারে নিমজ্জিত বহু গোপন তথ্য।

স্রষ্টা শ্রী রাওয়ের রচনা নিখুঁত, স্মার্ট এবং টানটান। নিপুণভাবে তাকে পর্দায় এনেছেন পরিচালক জুটি বিজয় নাম্বিয়ার ও করিশমা কোহলি। ধর্মাটিক এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে ‘দ্য ফেম গেম’ প্রযোজনা করেছেন করণ জোহর ও সোমেন মিশ্র। মাধুরী ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, মানব কাউল, সুহাসিনী মূলে, লক্ষবীর সারন, মুসকান জাফেরি, গগন অরোরা, দানিশ সুদ, মার্কন্ড দেশপান্ডে, আয়েশা কদুস্কর প্রমুখ। একজন সুপারস্টার ও একজন পারিবারিক নারীর ভিতরকার মানসিক দন্দ্বকে ভালোই অভিব্যক্ত করেছেন মাধুরী। সঞ্জয় কাপুরের সঙ্গে পর্দায় তাঁর রসায়ন সমালোচকদের নজর কেড়েছে। প্রত্যাশিত মাত্রাতেই নিখুঁত সুহাসিনী। গত ফেব্রুয়ারি মাসেই প্রিমিয়ার হয়েছে ‘দ্য ফেম গেম’-এর। ৮ পর্বের প্রথম সিজন দেখানো হয়েছে আপাতত। দর্শক পছন্দ করেছে ‘দ্য ফেম গেম’। তারা অপেক্ষা করছে পরের সিজনের।